পাঞ্জাবে আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ২৩

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-25 17:13:38

ভারতের পাঞ্জাব প্রদেশের গুরুদাসপুরে আতশবাজি তৈরির অবৈধ একটি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ২৩ জন মারা গেছেন। এতে অন্তত ২৭ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। বিস্ফোরিত কারখানার ধ্বংস্তূপের ভিতর বহু মানুষের আটকে পড়ার আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।

বুধবার (০৪ সেপ্টেম্বর) গুরুদাসপুরের বাটালা এলাকায় বিকেল ৪টার দিকে কারখানাটিতে বিস্ফোরণ ঘটে বলে জানায় স্থানীয় পুলিশ।

তীব্র বিস্ফোরণে কারখানাটি সঙ্গে সঙ্গে ধ্বংসস্তূপে পরিণত হয়, এর আশপাশের বাড়িঘরও ক্ষতিগ্রস্ত হয় বলে জানান স্থানীয়রা।

এক প্রত্যক্ষদর্শী সংবাদসংস্থা পিটিআইকে জানান, কয়েক কিলোমিটার এলাকাজুড়ে বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিস্ফোরণের ফলে কারখানার পাশে থাকা একটি গাড়ি নর্দমায় পড়ে যায়।

আতশবাজি তৈরির ওই কারখানায় বাজি কিনতে যাওয়া এক ব্যক্তি শুকদেব সিং জানান, তার সঙ্গে যাওয়া অন্য দুজন মারা গিয়েছেন।

স্থানীয়দের অভিযোগ, বেশ কয়েকবছর ধরেই অবৈধভাবে চলছিল আতশবাজি তৈরির ওই কারখানা।

বুধবার দিবাগত গভীর রাতেও কারখানাটিতে উদ্ধারকাজ চলছে বলে জানান পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। এক টুইট বার্তায় তিনি বলেন, বাজি কারখানার বিস্ফোরণে জীবনহানির ঘটনায় গভীর শোকাহত। ডিসি ও এসএসপির নেতৃত্বে উদ্ধারকাজ চলছে।

এ সম্পর্কিত আরও খবর