প্রত্যর্পণ বিল প্রত্যাহারের ঘোষণা হংকংয়ের নেতার

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-31 22:54:04

প্রতিবাদ-বিক্ষোভের মুখে প্রস্তাবিত প্রত্যর্পণ বিল প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন চীনশাসিত হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি লাম।

রয়টার্সের খবরে বলা হয়েছে, বিলটিকে কেন্দ্র করে তিন মাস ধরে প্রতিবাদ-বিক্ষোভের পর বুধবার (৪ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন ক্যারি ল্যাম।

চীন চাইলে সন্দেহভাজন অপরাধীকে হংকং থেকে নিজ ভূখণ্ডে নিয়ে বিচারের মুখোমুখি করতে পারবে- এ সুযোগ রেখে ‘প্রত্যর্পণ বিল’ পাসের পরিকল্পনা করা হয়েছিল।

বিক্ষোভকারীদের মতে, প্রত্যর্পণ বিলটি পাস হলে হংকংয়ের ওপর হস্তক্ষেপ বাড়িয়ে দেবে চীনা সরকার। 

এদিকে প্রত্যার্পণ বিল প্রত্যাহারের ঘোষণা পর হংকংয়ের পরিস্থিতি কতটা স্বাভাবিক হবে-তা এখনই বলা যাচ্ছে না। 

এ সম্পর্কিত আরও খবর