ইরানের মহাকাশ সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করল যুক্তরাষ্ট্র

আমেরিকা, আন্তর্জাতিক

ফিচার ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-25 00:19:14

ক্ষেপণাস্ত্র তৈরির গোপন কার্যক্রম চালাচ্ছে এমন অভিযোগ তুলে ইরানের মহাকাশ গবেষণা সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করল যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার এমনটাই জানান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। তিনি বলেন, ইরানের মহাকাশ গবেষণা সংস্থা এবং এর অধীনের দুটি ইনস্টিটিউটের প্রতি নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র সরকার।

ইরানের সংবাদমাধ্যম পার্স টুডের এক প্রতিবেদনে এমন তথ্যই জানানো হয়েছে।

মাইক পম্পেও আরো বলেন, মহাকাশ গবেষণার নামে কোনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি পরিচালনা করতে দেওয়া হবে না ইরানকে। কেননা, মার্কিন প্রশাসন মনে করছে, ২৯ আগস্ট ইরান যে রকেট উৎক্ষেপণের চেষ্টা করেছে, তা দেশটির ক্ষেপণাস্ত্র কর্মসূচিরই অংশ।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী যোগ করেন, যারা আজ ইরানের মহাকাশ গবেষণা কর্মসূচিতে সাহায্য করছে, তাদের সহায়তায় তেহরান একদিন পরমাণু অস্ত্র উৎক্ষেপণে সক্ষম হবে। তাই এই নিষেধাজ্ঞা সেসব দেশের প্রতিও একটি হুঁশিয়ারী বার্তা।

এদিকে জবাবে তেহরানের দাবি, চাপ প্রয়োগের মাধ্যমে ইরানকে নতজানু করতে চায় যুক্তরাষ্ট্র; তারই অংশ হিসেবে আরোপ করা হয়েছে এই অযাচিত নিষেধাজ্ঞা।

এ সম্পর্কিত আরও খবর