চিদাম্বরমের সিবিআই হেফাজতের মেয়াদ বাড়ল

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক | 2023-08-27 00:00:07

ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও কংগ্রেস নেতা পি চিদাম্বরমকে আরও দুই দিন কেন্দ্রীয় তদন্ত সংস্থার (সিবিআই) হেফাজতে থাকতে হবে।

মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) দেশটির সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) পর্যন্ত চিদাম্বরমের সিবিআই হেফাজতের মেয়াদ বাড়িয়ে দেয়। আইএনএক্স মিডিয়া কেলেঙ্কারিতে তাকে জেরা করছে সিবিআই।

সিবিআই’র পক্ষে আদালতে বলা হয়েছে, ৫ সেপ্টেম্বর সিবিআই হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে পি চিদাম্বরমের।

সোমবারও চিদাম্বরমের সিবিআই হেফাজতের মেয়াদ একদিন বাড়িয়ে দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেদিন চিদাম্বরমের আইনজীবী আবেদন করেন, ৭৪ বয়সী কংগ্রেস নেতাকে যেন তিহার জেলে পাঠানো না হয়।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী থাকাকালে ২০০৭ সালে পি চিদাম্বরমের বিরুদ্ধে অভিযোগ ওঠে তিনি ছেলে কার্তি চিদাম্বরমের অনুরোধে আইএনএক্স মিডিয়াকে বিদেশি লগ্নি পেতে সাহায্য করেছিলেন। সেই কাজের জন্য ঘুষ নিয়েছিলেন পি চিদাম্বরমের ছেলে কার্তি চিদাম্বরম।

এ সম্পর্কিত আরও খবর