চিদাম্বরমের জামিন নামঞ্জুর

ভারত, আন্তর্জাতিক

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-24 19:41:22

ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও কংগ্রেস নেতা পি চিদাম্বরমের জামিন আবেদন নামঞ্জুর করেছেন দিল্লির আদালত।

চিদাম্বরমকে সিবিআই হেফাজতে রাখার আবেদন সোমবার ( ২ সেপ্টেম্বর) আদালত মঞ্জুর করায় অন্তর্বর্তীকালীন জামিন পাননি তিনি। তবে সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার পর্যন্ত তার সিবিআই হেফাজত বাড়িয়ে দেওয়ায় চিদাম্বরমকে আর দিল্লির তিহার কারাগারে যেতে হচ্ছে না।

তাকে জামিন দেওয়ার বিষয়ে আদালত মঙ্গলবার সিদ্ধান্ত নেবে। সিবিআইয়ের আইনজীবী সলিসিটার জেনারেল তুষার মেহতা যুক্তি দিয়েছিলেন যে, জামিনের বিরোধিতা করার জন্য তাকে অবশ্যই আরও সময় দিতে হবে। তিনি যুক্তি দেন, একজন সাধারণ মানুষের ব্যক্তিগত স্বাধীনতা, একজন রিকশাচালকের স্বাধীনতা চিদাম্বরমের চেয়ে কম নয়। আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে।

এর আগে সুপ্রিম কোর্টে চিদাম্বরমের আইনজীবী কপিল সিবাল তাকে তিহার জেল থেকে দূরে রাখতে জোর যুক্তি দিয়েছিলেন।

চিদাম্বরমের বয়স ৭৪ বছর। তিনি ২১ আগস্ট গ্রেপ্তারের পর থেকে সিবিআই হেফাজতে ১১ দিন অতিবাহিত করেছেন।

সিবাল সুপ্রিম কোর্টে আবেদন করে তার আইনজীবী বলেছিলেন, চিদাম্বরমের অবশ্যই কিছুটা সুরক্ষা দরকার। তিনি ৭৪ বছর বয়সী। তাকে গৃহবন্দি করা উচিত এবং তিহার জেল হাজতে প্রেরণ করা উচিত নয়।

চলতি বছরের ২১ আগস্ট আইএনএক্স মিডিয়া মামলায় পি চিদাম্বরমকে গ্রেফতার করা হয়।

এ সম্পর্কিত আরও খবর