জিব্রাল্টার থেকে মুক্তি পেল ইরানের তেলবাহী জাহাজ

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-29 09:15:33

৪৬ দিন আটক থাকার পর অবশেষে জিব্রাল্টার প্রণালি ছেড়ে যেতে দেখা গেছে আদরিয়ান দারিয়া-১ নামে ইরানের তেলবাহী জাহাজটিকে।   

সোমবার (১৯ আগস্ট) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

প্রতিবেদনে জানানো হয়, জাহাজটিকে জিব্রাল্টার প্রণালি অতিক্রম করে ভূমধ্যসাগরের দিকে যেতে দেখা গেছে। যদিও জাহাজটির গন্তব্য কোন দিকে সেটি নিশ্চিত নয় বলেও জানানো হয়।

ইরানের এ তেলের জাহাজটি (আদরিয়ান দারিয়া-১) প্রায় দেড় মাস আগে ব্রিটিশ নৌবাহিনীর হাতে আটক হয়।

তবে জাহাজটি ছেড়ে দেওয়ার আগে এর নাম পরিবর্তন হয়েছে বলেও প্রতিবেদনে জানানো হয়। আটকের সময় জাহাজটির  নাম ছিল গ্রেস-১।

এদিকে বৃহস্পতিবার (১৫ আগস্ট) জিব্রাল্টারের সুপ্রিম কোর্ট তেলের জাহাজটি মুক্ত করে দেওয়ার নির্দেশের পর, শুক্রবার (১৬ আগস্ট) মার্কিন যুক্তরাষ্ট্র জাহাজটিকে তাদের কাছে হস্তান্তরের অনুরোধ করে। 

রোববার (১৮ আগস্ট) জিব্রাল্টারের স্থানীয় সরকার জাহাজটি আমেরিকার কাছে হস্তান্তরের অনুরোধ প্রত্যাখ্যান করে বলেন, যুক্তরাষ্ট্রের অনুরোধ মেনে নেওয়া সম্ভব হয়নি। কারণ ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ইইউ-তে প্রযোজ্য হবে না। 

গত ৪ জুলাই ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নিষেধাজ্ঞা অমান্য করে সিরিয়ার দিকে যাওয়ার অভিযোগে জিব্রাল্টার প্রণালিতে ইরানের তেলবাহী জাহাজটিকে আটক করে ব্রিটিশ নৌবাহিনী।

যদিও এ অভিযোগ অস্বীকার করে তেহরান। যুক্তরাজ্য সম্পূর্ণ বেআইনিভাবে জাহাজটি আটক করেছে বলে তারা দাবি করে।

আরও পড়ুন,

ইরানের তেলবাহী জাহাজ আটক, ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব 

এ সম্পর্কিত আরও খবর