এক সপ্তাহে দু’টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-31 12:53:07

স্বল্প শক্তির দুইটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। এ নিয়ে দেশটি এক সপ্তাহে দুইবার ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়া।

বুধবার (৩১ জুলাই) উত্তর কোরিয়ার পূর্ব দিকে জাপান সাগরে নতুন এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। গত সপ্তাহেও ক্ষেপণাস্ত্র ছোড়ে দেশটি। গত জুনে দেশটির নেতা কিম জং-উনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের পর সেটিই ছিল তাদের প্রথম ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ।

উত্তর কোরিয়া বলছে, ওয়াশিংটন ডিসির সঙ্গে সিউলের সামরিক মহড়ার পরিকল্পনা করার বিরুদ্ধে সতর্কবার্তা এটি।

স্থানীয় সময় বুধবার ভোর সোয়া ৫টার দিকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে উত্তর কোরিয়া। এটি ২৫০ কিলোমিটার অতিক্রম করে এবং ৩০ কিলোমিটার উপরে ওঠে।

দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ক্ষেপণাস্ত্রটি আগেরগুলোর থেকে ভিন্ন মডেলের।

অন্যদিকে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপের মাধ্যমে জাপানের নিরাপত্তা বিঘ্নিত হয়নি বলে এক প্রতিক্রিয়ায় জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবে।

সূত্র: বিবিসি

এ সম্পর্কিত আরও খবর