কেনিয়ায় ভারী বৃষ্টিপাতে বাঁধ ভেঙে ২০ জনের মৃত্যু

, আন্তর্জাতিক

News Creator | 2023-08-23 11:12:00

কয়েক সপ্তাহব্যাপী ভারি বৃষ্টিপাতের পর কেনিয়ার একটি শহরে বাঁধ ভেঙে ব্যাপক ক্ষয়ক্ষতি ‍ও মৃত্যুর ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন এক কর্মকর্তা।

বুধবার রাতে নাকুরু কাউন্টির সোলাই শহরে এ ঘটনা ঘটেছে বলে বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছেন নাকুরুর গভর্নর, খবর বার্তা সংস্থা রয়টার্সের।

ঘটনাস্থল সোলাই রাজধানী নাইরোবি থেকে ১৯০ কিলোমিটার উত্তর-পশ্চিমে।

বেসরকারি টেলিভিশন কেটিএন নিউজ জানিয়েছে, এ পর্যন্ত ঘটনাস্থল থেকে ২০টি মৃতহদের উদ্ধার করা হয়েছে।

“আবহাওয়া প্রাণ ও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতির কারণ হচ্ছে। এখনও ক্ষয়ক্ষতির মোট পরিমাণ নির্ধারণ করা বাকি,” বলেছেন গভর্নর লি কিনইয়াজুই।

টুইটারে কেনিয়ার রেডক্রস জানিয়েছে, এ পর্যন্ত তারা ৩৯ জন লোককে উদ্ধার করেছে।

পূর্ব আফ্রিকার অন্যান্য দেশের মতো কেনিয়াতেও গত দুই মাস ধরে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে।

বুধবার দেশটির সরকার জানিয়েছে, মার্চ থেকে বৃষ্টিপাতজনিত কারণে ৩২টি কাউন্টিতে ১৩২ জন নিহত ও দুই লাখ ২২ হাজার ৪৫৬ জন বাস্তুচ্যুত হয়েছেন।    

এ সম্পর্কিত আরও খবর