অভিবাসীদের দ্রুত তাড়াতে যুক্তরাষ্ট্রে নতুন আইন

আমেরিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-13 23:32:54

অবৈধ অভিবাসীদের দ্রুত বিতাড়িত করতে নতুন নীতির সিদ্ধান্ত নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এক্ষেত্রে অভিবাসীদের আদালতেও তোলা হবে না। সরাসরি বিতাড়িত করবে যুক্তরাষ্ট্র।

নতুন আইন অনুযায়ী, দেশটিতে দুই বছরের কম রয়েছে এমন অতালিকাভুক্ত অভিবাসীদের তাৎক্ষণিকভাবে পাঠিয়ে দেওয়া হবে।

মঙ্গলবার (২৩ জুলাই) এই আইনটির ঘোষণা দেওয়া হবে। এরপর সারাদেশে এটা বাস্তবায়ন করা হবে।

এই বিষয়ে দেশটির ডানপন্থী গ্রুপ আমেরিকান সিভিল লিবারেশন ইউনিয়নের (এসিএলইউ) পক্ষ থেকে জানানো হয়েছে, এই আইনটির দ্বারা আদালতের নীতিমালাকে চ্যালেঞ্জ করার একটি পরিকল্পনা।

এতে দেশটিতে নিরাপত্তা বাড়ানো হচ্ছে। বিশেষ করে অভিবাসী আটককেন্দ্রগুলো ও মেক্সিকোর সঙ্গে থাকা দক্ষিণাঞ্চলের সীমান্তে।

বিশেষজ্ঞরা বলছেন, অভিবাসীদের নিয়ন্ত্রণে প্রেসিডেন্ট ডোনাল্ড কঠোর অবস্থানে রয়েছেন। এটি তার ২০২০ সালের নির্বাচনের প্রচারণার একটি অংশও।

এ সম্পর্কিত আরও খবর