দুপুরে উড়বে ভারতের চন্দ্রযান

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-21 08:51:41

প্রাযুক্তিক ত্রুটি কাটিয়ে অবশেষে চাঁদের উদ্দেশে কৃত্রিম উপগ্রহ পাঠানোর সময় ঠিক করেছে ভারত। সোমবার (২২ জুলাই) দুপুরে দেশটির দ্বিতীয় উচ্চশক্তি সম্পন্ন চন্দ্রযান-২ (Chandrayaan-2) শ্রীহরিকোটা থেকে রওনা দেবে।

সর্বোচ্চ শক্তিশালী রকেট জীএসএলবি-মার্ক III -এম-I -এর মাধ্যমে উপগ্রহটি চাঁদে পাঠানো হবে। দেশটির বিজ্ঞানীরা এটিকে 'বাহুবলী' নাম দিয়েছেন। সব কিছু ঠিকঠাক থাকলে দুপুর ২টা ৪৩ মিনিটে পৃথিবী ছাড়বে চন্দ্রযান-২।

চেন্নাইয়ের থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে অবস্থিত সতীশ ধাওয়ান অন্তরীক্ষ কেন্দ্রের দ্বিতীয় লঞ্চ প্যাড থেকে ছাড়বে এটি। এই মিশনের জন্য ব্যয় হয়েছে প্রায় ১০০০ কোটি টাকা।

উল্লেখ্য, গত ১৫ জুলাই রওনা দেওয়ার কথা ছিল চন্দ্রযান-২ -এর। কিন্তু মাত্র ৫৬ মিনিট ২৪ সেকেন্ড আগে ইসরোর (ISRO) বিজ্ঞানীরা এই প্রযুক্তিগত সমস্যার কারণে সেবার যাত্রায় ক্ষান্ত দেন।

সূত্র: এনডিটিভি

এ সম্পর্কিত আরও খবর