মিয়ানমারে কফি শিল্পে যুক্তরাষ্ট্রের সহায়তা

আমেরিকা, আন্তর্জাতিক

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-26 20:56:22

যুক্তরাষ্ট্র মিয়ানমারের কফি উৎপাদন ও বিশ্ববাজারে বিক্রি করতে ঋণ সহায়তা দিচ্ছে। এরই অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সাহায্য সংস্থা (ইউএসএআইডি) মিয়ানমারে কফি অ্যাসোসিয়েশনের (এমসিএ) সঙ্গে অংশীদারিত্ব ঘোষণা করেছে।

এর ফলে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১০ লাখ ডলার ঋণ অনুদান দিচ্ছে যুক্তরাষ্ট্র।

মিয়ানমারে ইউএসএআইডি মিশন ডিরেক্টর তেরেসা ম্যাকগি বুধবার (১৭ জুলাই) ইয়াংগুনে এক হোটেলে এ ঘোষণা দেন। সেখানে ৩০টির বেশি বিদেশি ক্রেতা ও মিয়ানমারের ১১টি কফি সংস্থার মাঝে আলোচনা হয়।

ম্যাকগি বলেন, 'ইউএসএআইডি এবং আমেরিকাবাসী হিসেবে কফি সেক্টরে বিশেষ করে মিয়ানমারের ব্যক্তিগত সেক্টরে অবদান রাখার জন্য গর্বিত। যেহেতু এই বেসরকারি উদ্যোগগুলো বাড়ছে, অর্থনৈতিক উন্নয়নে আরও বেশি মানুষ উপকৃত হবে। মিয়ানমারের অর্থনীতি আরও বেশি বলিষ্ঠ হবে।'

এ সম্পর্কিত আরও খবর