থেরেসা মে ব্রেক্সিটকে জগাখিচুড়ি পাকিয়েছে- ট্রাম্প

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-30 10:56:26

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে ব্রেক্সিটকে জগাখিচুড়ি পাকিয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, মঙ্গলবার (৯ জুলাই) ট্রাম্প এক টুইটে প্রধানমন্ত্রী থেরেসা মে ও যুক্তরাজ্যের রাষ্ট্রদূতকে নিয়ে কটূক্তি করেন।

ট্রাম্প টুইট বার্তায় বলেন, থেরেসা মে ব্রেক্সিট ইস্যুকে পুরো জগাখিচুড়ি পাকিয়ে ফেলেছে। এটা যুক্তরাজ্যের জন্য ভালো খবর যে, খুব দ্রুতই তারা নতুন প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে। একইসঙ্গে তিনি থেরেসা মে'র ব্যর্থতা এবং ভুল সিদ্ধান্তকে কটাক্ষ করেন। 

সম্প্রতি, যুক্তরাষ্ট্রে নিয়োজিত ব্রিটিশ রাষ্ট্রদূতের পাঠানো কিছু মেইল ফাঁস হয়। সেখানে ট্রাম্পকে 'ব্যাধিযুক্ত' ও 'নিষ্ক্রিয়' বলে মন্তব্য করা হয়। তার জের ধরে ট্রাম্প এই টুইট করেন।

এদিকে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট এক টুইট বার্তায় ট্রাম্পের এই সমালোচনার নিন্দা প্রকাশ করে বলেন, প্রত্যেক দেশের রাষ্ট্রদূতের কাজ সেই দেশের অবস্থা সম্পর্কে নিশ্চিত করা। এই মেইল কিভাবে ফাঁস হলো সেটার তদন্ত হওয়া প্রয়োজন।  

এ সম্পর্কিত আরও খবর