ইরান-ইয়েমেন জলসীমায় সেনা মোতায়েন

আমেরিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-30 20:35:30

ইরান ও ইয়েমেনের জলসীমায় আন্তর্জাতিক সামরিক বাহিনীকে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সেনাপ্রধান।

বুধবার (১০ জুলাই) যুক্তরাষ্ট্র সেনাপ্রধানের বরাতে এই তথ্য নিশ্চিত করে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

সংবাদমাধ্যমে জানায়, মেরিন সেনাপতি জোসেফ ডানফোর্ড বলেন, 'আমি চাই প্রধান বাণিজ্যিক রুটে নির্বিঘ্নে জাহাজ চলাচল করুক এবং যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে প্রতিটি দেশের সমর্থন দেওয়া উচিত বলে আমি মনে করি।' 

যুক্তরাষ্ট্রের মেরিন সেনাপতি জোসেফ ডানফোর্ড 

 

তিনি আরও বলেন, 'ইতোমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র বেশকিছু দেশের সঙ্গে আলোচনা করেছে এবং তারাও এই পরিকল্পনাকে সমর্থন জানিয়েছে।' 

এদিকে, গত মাসে ওমান সাগরে দুটি তেলের জাহাজ বিস্ফোরণের ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে দায়ী করে।

হরমুজ প্রণালি এবং ব্যাব আল-মান্দার অবস্থান যথাক্রমে ইরান ও ইয়েমেন সীমান্তে। বিশ্বের প্রধান তেল আমদানি ও রপ্তানিকারক দেশগুলোর বাণিজ্যিক জাহাজগুলো এই দুইটি জলসীমা দিয়ে চলাচল করে।

আরও পড়ুন:

বিশ্ব বাণিজ্যে হরমুজ প্রণালি ও ইরান সমাচার

 

 

এ সম্পর্কিত আরও খবর