ট্রাম্পের নামে ইসরাইলি বসতি

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-28 21:32:06

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গোলান মালভূমিতে ইসরাইল অধিকৃত একটি বসতির নামকরণ করেছেন তার প্রিয় বিশ্বনেতা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে।

গোলান মালভূমির এই বসতির বর্তমান নাম বেরুচিম এবং সেখানে মাত্র ১০ জন লোকের বাস। এরা মূলত সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে এই এলাকায় আসা অভিবাসী। বেরুচিম সিরিয়া সীমান্ত থেকে প্রায় ১২ মাইল দূরে।

বেরুচিমে ইসরাইলি জনবসতি বাড়ানোর আশায় নেতানিয়াহুর মন্ত্রিসভা এটিকে ‘রামাত ট্রাম্প’ (ট্রাম্প মালভূমি) নামকরণের অনুমোদন দেয়।

ইসরাইলের এই নামকরণ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানানোর জন্যই মনে করা হচ্ছে। কারণ গত মার্চ মাসে এই অধিকৃত এলাকা ইসরাইলের বলে স্বীকৃতি দেন ট্রাম্প।

গত রোববার বসতির নামকরণ অনুষ্ঠানে নেতানিয়াহু বলেন, ট্রাম্প ইসরাইলের সবচেয়ে ভালো এবং গোলান মালভূমি ইসলাইলের অবিচ্ছেদ অংশ।’

একই অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসরাইলে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ডেভিড ফ্রাইডম্যান বলেন, ‘গোলান মালভূমির সার্বভৌমত্বের চেয়েও ইসরাইলের নিরাপত্তার জন্য কিছু বিষয় খুব গুরুত্বপূর্ণ।

ট্রাম্পের নামে বসতির নামকরণ ঘিরে ঐ এলাকায় প্রচুর পরিমাণে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের পতাকা টানানো হয়।

এই ঘটনার পর ট্রাম্প এক টুইট বার্তায় লিখেন, ‘এটা বিশাল সম্মানের এবং ঐ বসতির বাসিন্দারা খুবই সন্তুষ্ট।’

এ সম্পর্কিত আরও খবর