সমুদ্রের তলদেশ থেকে ৪০ টন প্লাস্টিক অপসারণ

আমেরিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-29 21:22:48

প্রশান্ত মহাসাগর থেকে ৪০ টন প্লাস্টিক অপসারণ করেছে ওসান ভয়েজ ইন্সস্টিটিউট। তারা স্যাটেলাইট এবং ড্রোন প্রযুক্তি ব্যবহার করে প্লাস্টিক নিষ্কাশনের কাজ করেন। 

সোমবার (১ জুন) আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার পরিবেশবিদদের একটি দল নিয়ে এই সংস্থা গঠিত হয়। গত ২৯ জুন সামাজিক মাধ্যমে তারা এই ময়লা অপসারণের  তথ্য প্রকাশ করে।

পানি থেকে প্লাস্টিক অপসারণ করছে, ছবি: সংগৃহীত

 

পরিবেশবিদদের এই দলটি বলেন, 'সবচেয়ে বৃহত্তর এবং সফল একটি কার্যক্রম ছিল এটি।' 

 প্লাস্টিক সাগরের প্রাণীদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে,  ছবি: সংগৃহীত

 

সূত্র জানায়, ‘ঘোস্ট নেট’ নামক ৪ থেকে ৫ টন ওজনের মাছ ধরার জালের সাহায্যে তারা এসব প্লাস্টিক উত্তোলন করেন। জালটি নাইলন সুতা দিয়ে তৈরি। সমুদ্র তলদেশ থেকে প্রাপ্ত প্লাস্টিকের মধ্যে ডিটারজেন্টের বোতল, খেলনা, প্লাস্টিকের আসবাবপত্র ইত্যাদি পাওয়া যায়।

জ্বাল দিয়ে প্লাস্টিক তোলা হচ্ছে, ছবি: সংগৃহীত

 

পরিবেশবিদদের দলের প্রধান ম্যারি ক্রাউলি বলেন, দেড় টন প্লাস্টিক হাওয়াই ইউনিভার্সিটির চারুকলা বিভাগের শিক্ষার্থীদের দেওয়া হয়েছে। বেশকিছু অংশ শিল্পীদের হাতে তুলে দেওয়া হবে। তারা এই প্লাস্টিক দিয়ে, মূর্তি তৈরি করবেন।

অবশিষ্ট প্লাস্টিক হাওয়াইয়ের এইচ-পাওয়ার প্ল্যান্টে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করার জন্য পাঠানো হবে বলে জানান তিনি। 

এ সম্পর্কিত আরও খবর