প্রবল বর্ষণে তলিয়ে গেছে মুম্বাই

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-28 12:52:29

ভারতের মুম্বাইতে টানা চারদিন ধরেই চলছে বৃষ্টির দাপট। তার উপর রোববার (৩০ জুন) রাতভর প্রবল বৃষ্টি হয়েছে। ফলে পানিতে তলিয়ে গেছে মুম্বইয়ের বহু এলাকা। অনেকের বাড়িঘরে পানি ঢুকে গেছে। ট্রেন লাইনেও পানি জমে গেছে। এতে নাজেহাল হয়ে পড়েছে বাণিজ্য নগরীর জনজীবন।

দেশটির গণমাধ্যম জানিয়েছে, এখনোই মুম্বাইয়ের উপর থেকে এই দুর্যোগ কাটবে না। সোমবার (১ জুলাই) প্রায় সারা দিনই ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

রোববার সারারাত মুম্বাইয়ে ৩৬০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে। এর মধ্যে ভোর ৪টা থেকে ৫টা পর্যন্ত ১০০ মিলিমিটার বৃষ্টি হয়। মুম্বাই ছাড়াও ভারতের ঠাণে, রায়গঢ় এবং পালঘরেও ভারী বৃষ্টি হয়েছে।

পালঘর শাখায় পানি জমে যাওয়ায় মুম্বই-সুরাত শাখার বহু ট্রেন বাতিল করা হয়েছে। দুর্ঘটনা এড়াতে ট্রেন ৩০ কিলোমিটার গতিবেগে চলছে। সিয়ন এবং মাতুঙ্গা স্টেশনও পানিতে ডুবে গিয়েছে।

হাওয়ার দাপটে মেরিন লাইনের ট্র্যাকে এসে পড়েছে নিকটবর্তী নির্মীয়মাণ একটি বাড়ির বাঁশের কাঠামো। ফলে চার্চগেট-মেরিন লাইনে ট্রেন চলাচলও বন্ধ রয়েছে। দ্রুত সেই কাঠামো সরানোর কাজ চলছে।

এ সম্পর্কিত আরও খবর