কঙ্গোতে খনি ধসে নিহত ৩৬

আফ্রিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-22 07:56:16

কঙ্গোর কাতাঙ্গা প্রদেশের কলয়েজিতে একটি তামা খনি ধসে ৩৬ খনি শ্রমিক নিহত হয়েছেন।

শুক্রবার (২৮ জুন) আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায়, বুধবার (২৬ জুন) শ্রমিকেরা ভেতরে থাকা অবস্থায় খনির একটি পাশ ধসে পড়ে। তামার খনিটি অ্যাংলো-সুইস মাইনিং কোম্পানি গ্লেনকোর মালিকানাধীন ছিল। 

কঙ্গোর দক্ষিন-পূর্ব এলাকায় শ্রমিকেরা স্বাধীনভাবে খনি উত্তোলন করে থাকে, ছবি: সংগৃহীত

 

কলয়েজি শহরের মেয়র ভেরোনিক ইউপাইট নাকামিনা বলেন, নিহত শ্রমিকদের উদ্ধার কাজ চলছে। নিহতরা সবাই অবৈধ শ্রমিক। এখন পর্যন্ত ৩৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

এদিকে, গ্লেনকোর দেওয়া তথ্য অনুসারে, খননকারী শ্রমিকেরা কঙ্গোর দক্ষিণ-পূর্ব প্রদেশের কামোটো কপার কোম্পানির অনুমতি ব্যতীত কাজ করছিল। এই অঞ্চলে প্রতিদিন প্রায় দুই হাজার খননকারী অবৈধভাবে প্রবেশ করে খনি উত্তোলন করে থাকে। এসব শ্রমিকদের কোন পারিশ্রমিক দেওয়া হয় না। খনি থেকে উত্তোলন করে যা পায় সেটাই তাদের লাভ।

কামোটো কপার কোম্পানির  প্রশিক্ষণ প্রাপ্ত শ্রমিকেরা খনন কাজ করছে,  ছবি: সংগৃহীত

 

গ্লেনকো আরও বলেন, এমন দুর্ঘটনার জন্য আমাদের নিজস্ব কর্মী ও অবৈধ খননকারী উভয়ই ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। কামোটো কপার কোম্পানি অবৈধ শ্রমিকদের এমন ঝুঁকিপূর্ণ অবস্থায় কাজ করতে বাধা দেয়। কারণ তারা সঠিকভাবে প্রশিক্ষণ প্রাপ্ত নয়। নিহত শ্রমিকদের উদ্ধার কাজে কামোটো কপার কোম্পানির সাহায্য করছে বলেও জানায় গ্লেনকো।

 

  

এ সম্পর্কিত আরও খবর