গরিলার মতো দেখতে যে কাক!

বিবিধ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 00:10:21

সম্প্রতি জাপানে এমন এক প্রাণীর সন্ধান মেলেছে, দেখা মাত্রই যে কেউ ভড়কে যেতে পারেন। গরিলা নাকি কাক? এই প্রশ্নের উত্তরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দুইভাগ হয়েছেন ব্যবহারকারীরা।

জাপানের নাগোইয়ারে দেখা যায় এই অদ্ভুত প্রাণীটি। একে ক্রোলাই নামেই ডাকছে নেটিজেনরা। এই প্রাণীর ভিডিও ধারণ করে ছেড়ে দেওয়া হয়েছে টুইটারে। সেই ভিডিও চিত্রে দেখা যায়, কাকের মতো একটি প্রাণী একটি বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। বসার ভঙ্গিমা দেখে মনে হচ্ছে এটি কোনো বাচ্চা গরিলা। আবার মুখ ঠোঁট দেখে মনে হচ্ছে, এটি একটি কাক।

এই নিয়ে টুইটারে চলছে তীব্র আলোচনা। নেটিজেনরা বলছেন, এটি কোনো ভিন্ন প্রজাতির প্রাণী।

আবার কেউ কেউ এটাকে জম্বি বা ভুতুড়ে প্রাণী বলেও আখ্যা দিয়েছেন। কারণ প্রাণীটির ডানা নেই।

তবে ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের প্রাণী গবেষক কাইলি সুইফট বলেন, ‘পাখিটি কোনো ভুতুড়ে কিংবা হাইব্রিড পাখি নয়। এটি সাধারণ দাঁড়কাক।’

কৌতূহলের অবসান করে কাইলি বলেছেন, ‘অনেক সময়ই পালকের ভেতর জমে থাকা ব্যাকটেরিয়া বা পোকামাকড় খতম করতে পাখিরা চড়া রোডে ডানা ছড়িয়ে রোদ পোহায়। এভাবে ডানা, লেজ ছড়িয়ে বসে থাকলে চড়া রোদের ছায়ায় অনেক সময়ই পাখির শরীরের কোনও অংশ অদৃশ্য হয়ে যেতে পারে।’

এ সম্পর্কিত আরও খবর