অস্ট্রেলিয়ায় আগুন লেগে এক বাড়ির তিন শিশুর মৃত্যু

অস্ট্রেলিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-30 20:08:05

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের একটি বাড়িতে আগুন লেগে তিন শিশুর মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

মৃত ছেলেটির বয়স ১১ বছর। আর মেয়ে দু’টির বয়স পাঁচ বছর। তবে মৃত শিশুদের নাম পরিচয় জানানো হয়নি। দমকল বাহিনীর কর্মীরা এসে ছেলেটির মরদেহ উদ্ধার করে। আর মেয়ে দু’টিকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর তাদের মৃত্যু হয়।

এ অগ্নিকাণ্ডে ওই বাড়ির এক নারী (৩১) ও আরেকটি মেয়েকে (৮) জীবিত উদ্ধার করা হয়েছে। তারা দু’জনই ধোঁয়ায় আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছেন। এছাড়া ওই নারী কিছুটা দগ্ধও হয়েছেন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

বুধবার (২৬ জুন) স্থানীয় সময় রাত সাড়ে ৩টার দিকে সিডনি থেকে ২০০ কিলোমিটার উত্তর-পশ্চিমের এলাকা সিঙ্গল্টনের ওই বাড়িতে দমকল বাহিনীকে ডাকা হয়।

নিউ সাউথ ওয়েলসের পুলিশ সুপার চ্যাড গিলি বলেন, আমাদের দমকল কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রতিবেশীদের হোস পাইপ দিয়ে আগুন নেভানোর চেষ্টা করতে দেখেন। পরে দমকল কর্মীরা প্রতিবেশীদের সহযোগিতায় আগুন নেভায়।

অস্ট্রেলিয়ার নাইন নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিবেশীরা বলছেন, ওই বাড়িতে চারটি শিশুসহ ছয়জনের বসবাস।

একজন প্রত্যক্ষদর্শী জানান, ওই বাড়ির সদস্যদের চিৎকার শুনে প্রতিবেশীদের ঘুম ভেঙে যায়। এটা ছিল ভয়ঙ্কর।

হান্টার ভ্যালিতে অবস্থিত সিঙ্গলটন একটি জনপ্রিয় ওয়াইন এবং পর্যটন এলাকা।

তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। পুলিশ বলছে, বাড়িটি সম্পূণ নিরাপদ হলে কেন কীভাবে আগুন লাগলো তা অনুসন্ধান করবে পুলিশ এবং দমকল বাহিনী।

পুলিশ সুপার চ্যাড গিলি বলেন, ওই বাড়ি গরম রাখার পদ্ধতি ও ফায়ার প্লেস ব্যবস্থা কেমন ছিল তাও তদন্ত করে দেখা হবে।

এ সম্পর্কিত আরও খবর