নেদারল্যান্ডের যোগাযোগ ব্যবস্থায় ধস

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-16 05:10:08

নেদারল্যান্ডের টেলিকমিউনিকেশন ইতিহাসে সবচেয়ে বড় বিপর্যয় ঘটেছে। এরমধ্যে জরুরি প্রয়োজনের নম্বরগুলোতেও কোনো সেবা পাওয়া যাচ্ছে না।

দেশটির মোবাইল নেটওয়ার্ক অপারেটর রয়াল ‘কেপিএন’ থেকে নেটওয়ার্ক বিপর্যয়ের সূত্রপাত হয়ে অন্যান্য মোবাইল নেটওয়ার্ক কোম্পানিগুলোও সমস্যায় পড়েছে।

কেপিএনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, নেটওয়ার্ক সিস্টেমে কিভাবে এই বিপর্যয়ের সূত্রপাত হয়েছে তা এখনো জানা যায়নি। তবে এটা কোনো সাইবার হামলা নয় তা নিশ্চিত করে কেপিএন।

মোবাইল নেটওয়ার্কের সঙ্গে অন্যান্য টেলিকমিউনিকেশন মাধ্যমগুলোতেও এ সমস্যা দেখা যায়।

দেশটির গণমাধ্যম নিউসুরকে কেপিএনের পরিচালক জোস্ট ফারওয়ার্ক বলেন, তাদের নেটওয়ার্ক সিস্টেমে ‘ম্যালফাংশন’ প্রতিরোধে জন্য ব্যাকআপ ছিল, কিন্তু সেটা সময়মত কাজ করেনি।

যোগাযোগ ব্যবস্থার এই বিপর্যয়ের জন্য নেদারল্যান্ডের জনগণকে জরুরি প্রয়োজনে (হাসপাতাল, ফায়ার সার্ভিস, পুলিশ স্টেশন) সরাসরি যাওয়ার জন্য আহ্বান করা হয়।

সূত্র: বিবিসি

এ সম্পর্কিত আরও খবর