গোটা দেশে ইন্টারনেট ব্যবহারকারী একজন

আফ্রিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-04 22:01:41

আবদেল আদহিম হাসান রোববার (২৩ জুন) সুদানের মোবাইল অপারেটর ‘জেইন সুদানের’ বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় সফল হন। ফলে দেশটিতে শুধুমাত্র তিনিই একজন ব্যক্তি যিনি ইন্টারনেট ব্যবহার করতে পারছেন।

তিনি জানান, এই মামলার রায় শুধু তার জন্য ফলপ্রসূ হয়েছে। কেননা এখন শুধু মাত্র তিনি ইন্টারনেট ব্যবহার করতে পারছেন। পেশায় একজন আইনজীবী হওয়ায় তিনি নিজ উদ্যোগেই মামলাটি দায়ের করেছেন। তবে আগামী মঙ্গলবার তিনি দেশের সব জনগণের ইন্টারনেট সেবা নিশ্চিত করতে আদালতে যাবেন।

এর আগে নিরাপত্তা ইস্যুতে সুদানে বিক্ষুব্ধ জনতাকে প্রতিরোধ করতে সামরিক বাহিনী ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয়।

গত এপ্রিল মাসে দীর্ঘ সময় ধরে সুদানের ক্ষমতায় থাকা নেতা ওমর আল-বাশিরের বিরুদ্ধে অভ্যুত্থানের পর সামরিক শাসন ক্ষমতা দখল করে। কিন্তু দেশটির মানুষ চায় একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থা।

তিনি আশা প্রকাশ করে বিবিসে জানান, আরও দুইদিন আদালতে শুনানি আছে। আশা করি এ সপ্তাহের মধ্যে আরও এক মিলিয়ন মানুষ ইন্টারনেট সেবা পাবেন।

সুদানের সামরিক বাহিনীর নির্দেশে নিরাপত্তা ইস্যুতে দেশটিতে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হয়। তিন সপ্তাহ ইন্টারনেট সংযোগ না থাকার ফলে দেশটির অর্থনৈতিক ক্ষতি এবং আফ্রিকার প্রায় ৪০ মিলিয়ন মানুষের বিভিন্ন কর্মকাণ্ডে ব্যাঘাত ঘটেছে।

সূত্র: বিবিসি

এ সম্পর্কিত আরও খবর