ট্রাম্পের অসাধারণ চিঠি পেয়েছি: কিম

এশিয়া, আন্তর্জাতিক

আন্তজার্তিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-26 21:52:51

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে একটি ব্যক্তিগত চিঠি পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রোববার (২৩ জুন) আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, বৃহস্পতিবার (২০ জুন) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদসংস্থা ট্রাম্পের চিঠির বিষয়টি নিশ্চিত করেছে।

এদিকে, ট্রাম্পের চিঠি পেয়ে কিম জং উচ্ছ্বাস প্রকাশ করে বলেন,  ট্রাম্পের অসাধারণ একটি চিঠি পেয়েছি। একই সঙ্গে তিনি ট্রাম্পকে 'অসাধারণ সাহসী' আখ্যা দেন।

গত মাসে কিমের দেওয়া চিঠি পড়ছেন ট্রাম্প, ছবি: সংগৃহীত

 

এর আগে গত মে মাসের শুরুতে ডোনাল্ড ট্রাম্পকে একটি চিঠি পাঠান কিম জং। কিমের চিঠি পেয়ে ট্রাম্প 'একটি সুন্দর চিঠি' পেয়েছি বলে মন্তব্য করেন। তবে এই চিঠির অন্যান্য বিষয়াদির গোপনীয়তা রক্ষা করেছিল হোয়াইট হাউস।

উল্লেখ্য, ২০১৮ সালের জুন মাসে সিঙ্গাপুরে এই দুই নেতার ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকটি ছিল উত্তর কোরিয়ার একজন নেতার সঙ্গে কোনো মার্কিন প্রেসিডেন্টের প্রথম বৈঠক। তারপর ২০১৯ সালের ফেব্রুয়ারিতে কিম জং ও ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়। যদিও এই বৈঠক খুব বেশি ফলপ্রসূ হয়নি।

এ সম্পর্কিত আরও খবর