হিমাচলে বাস খাদে পড়ে নিহত ৪৪

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-26 17:49:32

ভারতের হিমাচলে যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ৪৪ জন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন বাসের বাকি প্রায় ১৬ যাত্রীও।বৃহস্পতিবার (২০ জুন) হিমাচল প্রদেশের পার্বত্য জেলা কুল্লুতে এই দুর্ঘটনা ঘটে।

হিমাচল প্রদেশ কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি জানায়, বাসটিতে কমপক্ষে ৬০ জন যাত্রী ছিলেন। এর মধ্যে কিছু যাত্রী বাসের ছাদেও ভ্রমণ করছিলেন।

এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লিখেছেন, ‘এটা মর্মান্তিক দুর্ঘটনা।’

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি সরু রাস্তায় মোড় নিতে গিয়ে বাসটি উল্টে যায় এবং পাশের গভীর খাদে পড়ে যায়।

হিমাচল কর্তৃপক্ষ প্রথমে ২৫ জনের নিহত হওয়ার জানায়। পরবর্তীতে তারা জানায়, আহতদের মধ্যে আরও ১৯ জন মারা গেছেন।

ছবিতে দেখা যায়, দুর্ঘটনা কবলিত বাসটি দুমরে-মুচড়ে অবস্থায় একটি খাদে পড়ে আছে। একদল স্বেচ্ছাসেবী মানুষ আহতদের উদ্ধারে মানব-শেকল তৈরি করেছেন।

কুল্লুর পুলিশ প্রধান শালিনি অগ্নিহত্রী বার্তা সংস্থা এএফপি-কে জানান, নিহতদের মধ্যে অধিকাংশ মহিলা ও শিশু, যারা কর্মস্থল ও স্কুল থেকে ফিরছিলেন।

জানা যায়, হিমাচলে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটছে। রেকর্ড অনুযায়ী, ২০০৯ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত হিমাচলে তিন হাজারেরও বেশি সড়ক দুর্ঘটনা ঘটে।

টাইমস অব ইন্ডিয়ার তথ্যমতে, এই সময়ে ১১ হাজারেরও বেশি মানুষ এসব দুর্ঘটনায় প্রাণ হারায় এবং ৫৪ হাজারের মতো মানুষ আহত হয়।

এ সম্পর্কিত আরও খবর