নির্বাচনের পর ভারতে প্রথম অধিবেশন সোমবার

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-27 14:35:38

ভারতের সপ্তদশ লোকসভা নির্বাচনের পর দেশটিতে প্রথম সংসদ অধিবেশন বসছে সোমবার (১৭ জুন)। এ অধিবেশনে ইউনিয়ন বাজেট ও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল উত্থাপন করবে ক্ষমতাসীন দল।

আগামী ৫ জুলাই সংসদ অধিবেশনে ইউনিয়ন বাজেট পেশ করবেন দেশটির অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। নির্বাচনের আগে ফেব্রুয়ারিতে অন্তর্বর্তীকালীন বাজেট ঘোষিত হয়।

সংসদ অধিবেশন নির্বিঘ্ন করতে রোববার (১৬ জুন) সব দলের সহযোগিতা চেয়ে দলগুলোকে নিয়ে বৈঠকে বসেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকটি সফল হয়েছে বলে বৈঠক শেষে টুইট করেন তিনি।

ভারতের সপ্তদশ লোকসভার অধিবেশন ১৭ জুন শুরু হয়ে চলবে ২৬ জুলাই পর্যন্ত। নতুন আইন প্রণেতাদের শপথগ্রহণ, সংসদের স্পিকার নির্বাচন অধিবেশনের প্রথম কয়েকদিনের মধ্যেই সম্পন্ন হবে।

এ সম্পর্কিত আরও খবর