মালিতে দুই জাতির দ্বন্দ্বে শতাধিক নিহত

আফ্রিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-23 12:35:00

দক্ষিণ আফ্রিকার দেশ মালিতে এক জাতির হামলায় আরেক জাতির অন্তত ১০০ মানুষ নিহত হয়েছেন। দুই জাতিই আদিবাসী।

মালি সরকার বলছে, স্থানীয় সময় সোমবার (১০ জুন) দুপুর ৩টায় কিছু দুর্বৃত্ত ফুলানি জাতির সোবান কোউ গ্রামে অতর্কিত হামলা চালায়। ইতোমধ্যে ৯৫টি মরদেহ পাওয়া গেছে। অনেক লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে। এখনো ১৯ জন মানুষ নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে পুলিশ।

বিবিসির খবরে বলা হয়েছে, দেশটির একটি মুসলিম জাতি ফুলানির উপর হামলা চালায় ডগোন জাতি। গত মাসেও মালিতে বেশ কয়েকবার এ ধরনের হামলার শিকার হয় অনেক জাতি।

তবে মালির ব্যানকাস শহরের মেয়র মুওলায়ে গুইন্দো বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ফুলিয়ান্সরা এ হামলা চালিয়েছে। এরা আফ্রিকান মুসলিম অধিবাসী।

তবে এখনো পর্যন্ত কোনো গ্রুপ এই হামলার দায় স্বীকার করেনি।

এসব ঘটনার পেছনে জাতিগত প্রতিহিংসা দায়ী। বিভিন্ন জিহাদী গ্রুপ এসব হামলার সঙ্গে জড়িত। তাছাড়া, ডগান জাতির সাথে মালির স্থানীয়দের প্রায়ই সংঘর্ষ বাঁধে।

এ সম্পর্কিত আরও খবর