পশ্চিমবঙ্গের সন্দেশখালিতে তৃণমূল-বিজেপি সংঘর্ষে ১৪৪ ধারা জারি

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-15 20:05:43

ভারতের পশ্চিমবঙ্গের সন্দেশখালিতে তৃণমূল-বিজেপি সংঘর্ষে ৪ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন। এই ঘটনায় রোববার (৯ জুন) ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় পুলিশ।

শনিবার (৮ জুন) বিকেলে সন্দেশখালির ন্যাজাট থানার হাটগাছিতে তৃণমূল ও বিজেপির মধ্যে গুলি বিনিময়ের সময় হতাহতের ঘটনা ঘটে। এরই জের ধরে বসিরহাটে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ ঘোষণা করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যমে জানানো হয়, রোববার (৯ জুন) বসিরহাটে ১৪৪ ধারা জারি করা হয়েছে। সকাল থেকেই বসিরহাট জুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। শনিবার সন্ধ্যায় গুলির সঙ্গে বোমাবাজিও চলে। ফলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ ঘটনার জেরে আজ (রোববার) দিল্লি থেকে সন্দেশখালি যাচ্ছেন বিজেপি নেতা মুকুল রায়। একই সঙ্গে বিজেপির এক প্রতিনিধিদল দিল্লি গিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অভিযোগ জানাবেন।

এদিকে, গতকাল রাতে রক্তক্ষয়ী এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে প্রাথমিক রিপোর্ট পাঠানো হয়েছে। 

উল্লেখ্য, সম্প্রতি নির্বাচনে এই আসনে বিজেপির সায়ন্তন বসুকে হারিয়ে তৃণমূল কংগ্রেসের নুসরত জাহান সংসদে গিয়েছেন।

এ সম্পর্কিত আরও খবর