মেক্সিকোর পণ্যে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

আমেরিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-29 15:31:01

মেক্সিকোর সব ধরনের পণ্যের ওপর আরোপিত শুল্ক উঠিয়ে নেওয়ার ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার (৭ জুন) দিবাগত রাতে ট্রাম্প তার ব্যক্তিগত টুইটার একাউন্টে একটি টুইট বার্তায় এ তথ্য নিশ্চিত করেন।

ওই বার্তায় তিনি বলেন, আমেরিকা ও মেক্সিকোর মধ্যে একটি সমঝোতা চুক্তি হয়েছে। মেক্সিকো অবৈধ অভিবাসন এড়াতে সীমান্তে নিরাপত্তা বাহিনী মোতায়েন করতে একমত।

আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী মার্সেলো এবরার্ড ও কর্মকর্তাদের সঙ্গে দীর্ঘ ১১ ঘণ্টার বৈঠক শেষে ট্রাম্প এ সিদ্ধান্তে আসেন। ‘অনির্দিষ্ট সময়ের জন্য’ মেক্সিকোর সব পণ্যে শুল্ক স্থগিতের ঘোষণা দেন তিনি।

অভিবাসন ঠেকাতে গত ৩০ মে ট্রাম্প মেক্সিকো থেকে আমদানিকৃত সব পণ্যের ওপর ৫ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন।

আগামী সোমবার (১০ জুন) থেকে এই শুল্ক কার্যকর হবার কথা ছিলো। একই সঙ্গে শুল্ক প্রতিমাসে বাড়বে বলেও ঘোষণা দিয়েছিলেন তিনি।

বিশেজ্ঞদের মতে, অবৈধ অভিবাসন ঠেকাতে ও সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে এমন সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প। মেক্সিকোর সরকারের ওপর চাপ প্রয়োগ করতেই পণ্যের ওপর শুল্ক আরোপ করেছিলেন তিনি। সূত্র: বিবিসি।

এ সম্পর্কিত আরও খবর