‘মিগুইল’ ঝড়ে ফ্রান্স উপকূলে তিন উদ্ধারকর্মীর মৃত্যু

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-30 21:32:43

ফ্রান্সের পশ্চিম উপকূলে ‘মিগুইল’ ঝড়ের মুখে সাতজন উদ্ধারকর্মীকে বহন করা একটি নৌকা উল্টে তিনজন উদ্ধারকর্মী নিহত হয়েছে।

বৃহস্পতিবার (৬ জুন) স্পেনের উত্তর পশ্চিমাঞ্চলের গ্যালিসিয়া উপকূলে ঝড়টি আঘাত হানে। ঘণ্টায় ১৪৭ কিলোমিটার বেগে চলতে থাকা এই ঘূর্ণিঝড়টি প্রথমে স্পেনের উত্তর উপকূলে আঘাত হানে এবং এতে বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়।

পরবর্তীতে ঝড়টি বিস্কি উপকূল ঘুরে শুক্রবার (৭ জুন) স্পেনের পশ্চিম উপকূলের সমুদ্র সৈকত আইল-ডি-ইউতে ঘণ্টায় ১২৯ কিমি বেগে আঘাত হানে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমে জানা যায়, সমুদ্র থেকে ৮০০ মিটার দূরে একটি মাছ ধরার নৌকা ঝড়ের কবলে পড়লে এসএনএসএম রেসকিউ সার্ভিসের উদ্ধারকর্মীরা নৌকাটি উদ্ধারের জন্য রওনা দেন। কিন্তু প্রচণ্ড ঝড়ের মুখে পড়ে তিন উদ্ধারকর্মী নিহত হয়।

এই প্রসঙ্গে মেয়র ইয়্যানিক মোরেউ স্থানীয় সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘সমুদ্র তখন একেবারেই অশান্ত ছিল। উদ্ধারকর্মীদের অনাকাঙ্ক্ষিত মৃত্যু আমাদের জন্য একটি দুঃখজনক ঘটনা। যদিও ঝড় আসার আগে সমুদ্র উপকূলে সতর্ক সংকেত জারি করা হয়।’

প্রত্যক্ষদর্শীরা জানান, ঝড়ের কবলে পশ্চিমের রেলপথের যাত্রা বিঘ্নিত হয়। জুন মাসে এমন ঝড়ের জন্য আমরা একেবারেই অপ্রস্তুত ছিলাম।

সূত্র: বিবিসি

 

এ সম্পর্কিত আরও খবর