এশিয়ার প্রথম সমকামী বিয়ে

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 17:56:32

প্রায় তিন দশকের আন্দোলনের পর তাইওয়ান সমকামীদের স্বপ্ন সত্যি হয়েছে। প্রথমবারের মতো দেশটিতে সমকামীরা নিজেদের পছন্দ মতো সমকামী সঙ্গীদের বৈধভাবে বিয়ে করতে পেরেছে।

শুক্রবার (২৪ মে) ডজন সংখ্যক সমকামী তাইপে সরকারি অফিসে জড়ো হন। এরপর নিজেদের সম্পর্ক বিয়েতে রূপান্তরিত করেন।

এতে শুধু দেশটিতে নয় পুরো এশিয়াতে প্রথমবারের মতো বৈধভাবে সমকামীর বিয়ে সম্পন্ন হয়েছে।

এর আগে দেশটির আদালত সমকামীরা নিজেদের মধ্যে বিয়ে করতে কোনো সমস্যা নাই বলে রায় দেন। এর এক সপ্তাহে পর এই আধা ডজন বিয়ে সম্পন্ন হয়েছে।

২৪ মিলিয়ন মানুষের দেশে ১৬৬জন সমকামী রয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো নিশ্চিত করেছে।

গণমাধ্যমগুলোতে প্রকাশিত ছবিগুলোতে দেখা যায়, বিয়ের পর সঙ্গীরা একে অপরকে আলিঙ্গন করেন। একে অপরকে জড়িয়ে ধরে ছবিও তুলেছেন।

বিয়ে হওয়া এক সমকামী বলেন, ' আমি এতে খুব আনন্দিত। আমাদের রাষ্ট্র আমাদের অধিকার স্থাপন করেছে। সবাইকে ধন্যবাদ জানাই। আমার সঙ্গীকে নিয়ে আমি সারাজীবন একসঙ্গে থাকতে চাই।'

এ সম্পর্কিত আরও খবর