গুজরাটেও স্তিমিত মোদি ঝড়, বিজেপি ২২, কংগ্রেস ৪

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-26 02:56:33

ভারতের ১৭তম লোকসভা নির্বাচনের ফল গণনা প্রায় শেষের পথে। ইতোমধ্যেই ক্ষমতাসীন সরকার দল বিজেপির বিজয় নিশ্চিত হয়েছে। লোকসভার ৫৪৩ আসনের মধ্যে ৫২৪টি আসনের ফল গণনা সম্পন্ন হয়েছে। এতে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ৩২৩টি আসন পেয়ে জয় নিশ্চিত করেছে।

কেন্দ্রে সরকার গঠনের জন্য কোন রাজনৈতিক দল কিংবা জোটের প্রয়োজন ২৭২ আসন। সেদিক থেকে তাই মোদি সরকার নিশ্চিত প্রায়। এখন শুধু আনুষ্ঠানিকতা বাকি।

সারা ভারত জুড়ে নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন জোট সংখ্যাগরিষ্ঠতা পেলেও কংগ্রেস গতবারের তুলনায় ভালো ফলাফল পেয়েছে। এমনকি মোদির রাজ্য বলে খ্যাত গুজরাটেও চারটি আসন তারা ছিনিয়ে নিয়েছে।

এনডিটিভি থেকে প্রাপ্ত ফল অনুসারে, গুজারাটের ২৬ আসনের মধ্যে বিজেপি ২২টি আসন ও কংগ্রেস ৪টি আসনে জয় লাভ করেছে। অথচ ২০১৪ সালের নির্বাচনে এ আসনে বিজেপি ২৬টিতে জয় পেয়েছিল।

বৃহস্পতিবার (১৭ মে) সকাল ৮টা থেকে ভারতের ১৭তম জাতীয় সংসদ (লোকসভা) নির্বাচনের ফল গণনা শুরু হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর