পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় দোষী সাব্যস্ত লালু প্রসাদ

, আন্তর্জাতিক

সেন্ট্রাল ডেস্ক ৩ | 2023-08-26 09:20:41

পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন ভারতের রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) প্রধান লালু প্রসাদ যাদব। দেশটির সিবিআই-এর বিশেষ আদালত শনিবার এই রায় দিল। আগামী ৩ জানুয়ারি এই মামলার সাজা ঘোষণা করা হবে। এই মামলায় লালুসহ ১৫ জনকে দোষী সাব্যস্ত করেছে রাঁচির বিশেষ সিবিআই আদালত। সেই সঙ্গে সাতজনকে বেকসুর খালাসের নির্দেশ দেওয়া হয়েছে। ১৯৯১ থেকে ১৯৯৪ সালের মধ্যে দেওঘরের পশুখাদ্য কেলেঙ্কারিতে রাজস্ব ক্ষতি হয় প্রায় ৮৯ লক্ষ টাকা। আর এই দুর্নীতিতেই নাম জড়ায় আরজেডি প্রধানের। এই কেলেঙ্কারিতে নাম জ়ডানোর পরই লালুকে খোয়াতে হয় লোকসভার সদস্য পদ। এমনকি ভোটে দাঁড়ানো থেকেও বিরত থাকতে হয় তাকে। নাম জড়ানো আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদবের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় শনিবার রায়দানের দিন ধার্য করা হয়। প্রশ্ন ছিল এদিনই কি দোষীসাব্যস্ত হবেন লালুপ্রসাদ? অবশেষে সেই বহু প্রতীক্ষিত রায় দিল আদালত। প্রসঙ্গত, দিন কয়েক আগে সিবিআই-এর বিশেষ আদালতে টুজি কেলেঙ্কারিতে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এ রাজা, কানিমোঝি সহ ১৭ জন বেকসুর খালাস পাওয়ায় স্বস্তি মিলেছে কংগ্রেস শিবিরে। একইরকম ভাবে শুক্রবার আদর্শ দুর্নীতি মামলায় নাম জড়ানো মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চহ্বনের বিরুদ্ধে ওঠা অভিযোগ খারিজ করে দিল মুম্বাই হাইকোর্টে। ফলে ফের স্বস্তি মেলে কংগ্রেস শিবিরে।

এ সম্পর্কিত আরও খবর