নৌবাহিনীর ২৭০ সদস্যকে জাতিসংঘ পদক

, আন্তর্জাতিক

সেন্ট্রাল ডেস্ক ২ | 2023-08-25 14:44:54

লেবাননে শান্তিরক্ষা কার্যক্রমে অবদান রাখায় বিশেষ প্যারেডে বাংলাদেশ নৌবাহিনীর ২৭০ জন সদস্যকে পদক প্রদান করেছে জাতিসংঘ। লেবাননের রাজধানী বৈরুতে এ পদক দেওয়া হয়। এ সময় বাংলাদেশে নৌবাহিনীর কর্কর্তাদের ভূয়সী প্রশংসা করেন জাতিসংঘের প্রতিনিধি মেরিটাইম টাস্কফোর্সের কমান্ডার। ভূমধ্যসাগরে বাংলাদেশের পতাকা নিয়ে দিনরাত কাজ করছে নৌবাহিনীর যুদ্ধজাহাজ আলী হায়দার ও নির্মূল। শান্তিরক্ষা কার্যক্রমে ২০১০ সাল থেকে লেবাননের জলসীমায় অবৈধ অস্ত্র ও গোলাবারুদের অনুপ্রবেশ প্রতিহত, মন্দেহজনক জাহাজ ও বিমানের উপর নজরদারী, দুর্ঘটনাকবলিত জাহাজ উদ্দঅরসহ বিভিন্ন প্রশিক্ষণকাজে বিশেষ ভূমিকা রাখছে বাংলাদেশ নৌবাহিনী। এরই স্বীকৃতিস্বরূপ লেবাননের রাজধানী বৈরুতের পোর্ট জেটিতে আয়োজিত হয় মেডেল প্যারেড অনুষ্ঠান। জাতিসংঘের প্রতিনিধি মেরিটাইম টাস্কফোর্সের কমান্ডার ও লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের পাশাপাশি লেবানন নৌবাহিনী ও সামরিক-বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশি কমিউনিটির গুরুত্বপূর্ণ সদস্যরা এই মেডেল প্রদান অনুষ্ঠানে অংশ নেন। প্যারেডে বাংলাদেশ নৌবাহিনীর দক্ষতা ও যোগ্যতার ভূয়সী প্রসংশা করেন জাতিসংঘ প্রতিনিধি। মেরিটাইমস টাস্কফোর্সের জুনিয়র কমান্ডার রিয়ার অ্যাডমিরাল সারজিও ফার্নান্দো ডি অ্যামাররাল চ্যাভেজ বলেন, ‘বাংলাদেশ নৌবাহিনীর পদকপ্রাপ্ত সদস্যরা লেবাননে শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা পেশাদারিত্বে অনন্য। আমি আশা করি, এই পুরস্কার এই বাহিনীর সদস্যদের ভালো কাজে উৎসাহ দেবে।’ বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে কমডোর নাজমুল করিম কিছলু বলেন, ‘সকলে অত্যন্ত প্রশংসা করেছে আমাদের কন্টিজেন্টদের কাজের। তাদের নিয়ামানুবর্তীতার, ডিসিপ্লিন- সবকিছু নিয়ে তারা যেভাবে প্রশংসা করেছে, আমার খুবই ভালো লেগেছে। এটা পুরো বাংলাদেশের জন্যই একটা গর্বের ব্যাপার।’ বিশেষ এই দিনকে নানান আয়োজনে উদযাপন করে নৌবাহিনী।

এ সম্পর্কিত আরও খবর