ইথিওপিয়ান বিমান বিধ্বস্ত হয়ে ১৫৭ জনের মৃত্যু

আফ্রিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-28 07:02:28

কেনিয়ার নাইরোবিতে যাওয়ার সময় ইথিওপিয়ান এয়ারলাইন্স ৭৩৭ বোয়িং উড়োজাহাজটি ১৫৭ জন নিয়ে বিধ্বস্ত হয়েছে। প্লেনটি ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা শহর থেকে নাইরোবির উদ্দেশ্যে ছেড়ে যায়। প্লেনটিতে ১৪৯ জন যাত্রী ও ৮ জন কেবিন ক্রু ছিলেন। উড়োজাহাজে থাকা ৩৩ দেশের ১৫৭ জনের সবাই নিহত হয়েছেন।

উড়োজাহাজটি স্থানীয় সময় সকাল ৮ টা ৩৮ মিনিটে আকাশে উড়াল দেয়। উড্ডয়নের ৬ মিনিটের মাথায় সব ধরনের যোগাযোগ বন্ধ হয়ে যায়।

ইথিওপিয়ান এয়ারলাইন্স জানায়, তাদের শিডিউল ফ্লাইট ইটি-৩০২ আদ্দিস আবাবা থেকে নাইরোবি যাওয়ার প্রাক্বালে বিমানটি বিধ্বস্ত হয়। উড়োজাহাজটিতে ১৪৯ জন যাত্রী ও ৮ জন কেবিন ক্রু ছিল। তারা ১৪৯ জনের পরিচয় জানার চেষ্টা করছে।

তারা আরও জানায়, ‘উড়োজাহাজ উদ্ধারের প্রক্রিয়া শুরু হয়েছে'।

এদিকে, এয়ারলাইন্সের মুখপাত্র জানিয়েছে, উড়োজাহাজের যাত্রীসহ সকলেই মারা গেছে।

৩৩ দেশের মধ্যে কেনিয়ার নাগরিক ৩২ জন, কানাডার নাগরিক ১৮ জন, ইথিওপিয়ার ৯ জন নাগরিক, চিনের নাগরিক ৮ জন, ইতালীর নাগরিক ৮ জন, মার্কিন যুক্তরাষ্ট্রের ৮ জন নাগরিক, ব্রিটিশ নাগরিক ৭ জন, ফ্রান্সের নাগরিক ৭ জন, নেদারল্যান্ডের নাগরিক ৫ জন, ইউএন পাসপোর্ট ধারী ৪ জন, ভারতীয় নাগরিক ৪ জন, রাশিয়ার নাগরিক ৩ জন, মরোক্কোর নাগরিক ২ জন, ইজরাইলের নাগরিক ২ জন, বেলজিয়ান নাগরিক ১ জন, উগান্ডার নাগরিক ১ জন, ইয়েমেনের নাগরিক ১ জন, সুদানের নাগরিক ১ জন, তগোর নাগরিক ১ জন, মোজাম্বিক এর নাগরিক ১ জন ও নরওয়েজিয়ান নাগরিক ১ জন নিহত হয়েছেন।

এই ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী আবি আহমেদের অফিস থেকে টুইট করে বলা হয়েছে, ‘ইথিওপিয়ান এয়ারলাইন্স ৭৩৭ বোয়িং বিধ্বস্তের ঘটনায় আমরা হতাহতদের পরিবারের প্রতি গভীর শোক জানাচ্ছি।’

এ সম্পর্কিত আরও খবর