বাঁচলো না ‘আইএস বধূ' শামীমার শিশু সন্তান

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-30 06:35:20

যুক্তরাজ্য থেকে পালিয়ে সিরিয়ায় চলে যাওয়া ইসলামিক স্টেটের (আইএস) জিহাদি-বধূ শামীমা বেগমের শিশু সন্তনাটি মারা গেছে। প্রায় তিন সপ্তাহ আগে শিশুটির জন্ম হয়েছিল।

শুক্রবার (৮ মার্চ) এ খবর নিশ্চিত করে সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের (এসডিএফ) একজন মুখপাত্র। সিরিয়ায় শামীমা বর্তমানে যে ক্যাম্পে আছেন, তার তদারকি করছে এসডিএফ। এটি মূলত মার্কিন সমর্থনপুষ্ট আইএস বিরোধী একটি গ্রুপ।

কুর্দি রেড ক্রিসেন্টের একজন জানান, তিন সপ্তাহের কম বয়সী শিশুটির ফুসফুসে সংক্রমণ হয়েছিল। গত বৃহস্পতিবার (৭ মার্চ) সে মারা যায়।

শামীমার পরিবারের আইনজীবী তাসনিম আকুঞ্জিও এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন। আকুঞ্জি তার টুইটে ওই পুত্রসন্তানকে ব্রিটিশ নাগরিক বলে উল্লেখ করেন।

উল্লেখ্য, পূর্ব লন্ডনের বেথনাল গ্রিন এলাকার এক স্কুলের ছাত্রী ছিলেন শামীমা বেগম। ২০১৫ সালে তার আরও দুই বান্ধবীসহ তুরস্ক হয়ে সিরিয়ায় পালিয়ে যান তিনি।

সেখানে ডাচ বংশোদ্ভূত এক জিহাদিকে বিয়ে করেন শামীমা। তাদের প্রথম দু’টি সন্তানও এর আগে মারা যায়।

সূত্র: বিবিসি

এ সম্পর্কিত আরও খবর