ভুয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি, যুক্তরাষ্ট্রে আটক ১২৯ ভারতীয় শিক্ষার্থী

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-26 18:31:43

যুক্তরাষ্ট্রের ভুয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে সেখানে অবৈধভাবে অভিবাসনের দায়ে ভারতের ১২৯ শিক্ষার্থীকে আটক করেছে মার্কিন পুলিশ। এর কারণে মার্কিনীদের বিরুদ্ধে কূটনৈতিক ক্ষোভ প্রকাশ করেছে ভারত।

রোববার (৩ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিতে প্রকাশিত এক প্রতিবেদনে বিষয়টি তুলে ধরা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের মিশিগানের ফার্মিংটন নামের এক ভুয়া বিশ্ববিদ্যালয়ে ভারতের বেশ কিছু শিক্ষার্থী ভর্তি হয়। পরবর্তীতে তাদের অবৈধ অভিবাসনের দায়ে আটক করে আন্ডারকভার এজেন্টের একটি নিরাপত্তা দল।

এ বিষয়ে মার্কিন প্রসিকিউটরসদের দাবি, যারা এখানে এসেছে তারা জানত এটি অবৈধ। বিপরীতে ভারতের সরকারি কর্মকর্তারা বলছে, ছাত্ররা প্রতারণার শিকার হয়েছে।

এ ঘটনার জেরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দিল্লীতে অবস্থানরত ইউএস অ্যাম্বাসিতে এর বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়েছে। যেখানে যুক্তরাষ্ট্রে আটককৃত সকল শিক্ষার্থীকে অনতিবিলম্বে ছেড়ে দেয়ার জন্য তাগিদ দেয়া হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর