ভারতে প্রজাতন্ত্র দিবস পালন

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-25 23:45:23

৭০তম প্রজাতন্ত্র দিবস পালন করছে ভারত। দিবসটি উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজে অভিবাদন জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী মে মাসের জাতীয় নির্বাচনের আগে এটিই দেশটির সর্বশেষ সবচেয়ে বড় জাতীয় অনুষ্ঠান।

এ আয়োজেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। ৯০ মিনিটের প্যারেডে ২২টি সমাধি প্রদর্শন করে দেশটির রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বিভাগ।

দিবসটি উপলক্ষে দিল্লীতে রয়েছে কয়েক স্তরের নিরাপত্তা। দিল্লীর রাজপথ থেকে ঐতিহাসিক লাল দুর্গ পর্যন্ত আট কিলোমিটারব্যাপী প্রজাতন্ত্র দিবসের
প্যারেডে কঠোর নজরদারিতে নিয়োজিত আছে নারী কমান্ডো, মোবাইল টিম ও বন্দুকধারী নিরাপত্তা বাহিনী।

৭০ বছরেরও বেশি সময় ধরে স্বাধীনতা লাভের পর দেশটির সবচেয়ে পুরনো সুভাষ চন্দ্র বোসের ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি (আইএনএ) প্যারেডে অংশ নেয়। রেল বিভাগ প্রদর্শন করবে তাদের স্বদেশী ঐতিহ্য ‘ট্রেইন ১৮,। এটি ভারতের সবচেয়ে দ্রুতগ্রামী ট্রেন যা ঘণ্টায় ১৮০ কিলোমিটার পথ অতিক্রম করতে পারে।

সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে আনা এম৭৭৭ শীর্ষক কামানের প্রদর্শনীও ছিল প্যারেডে।

এ সম্পর্কিত আরও খবর