গুজরাটে স্কুলে ‘পাবজি’ নিষিদ্ধ

ভারত, আন্তর্জাতিক

স্টাফ করেসপন্ডেন্ট,বার্তা২৪ | 2023-08-31 14:53:10

প্লেয়ার আননোন ব্যাটেল গ্রাউন্ড বা পাবজি গেমের প্রতি আসক্তির কারণে এই প্রথম নিষেধাজ্ঞা জারি করা হলো কোনো দেশের স্কুলগুলোতে। ভারতের গুজরাটের সব প্রাথমিক স্কুলে এই  খেলার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।।

বুধবার (২৩ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে রাজ্যের সব জেলার আধিকারিকদের প্রাথমিক স্কুলে অনলাইন গেম পাবজি খেলা নিষিদ্ধ করার নির্দেশ দেওয়া হয়।

মূলত গুজরাট শিশু অধিকার সুরক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী এই পদক্ষেপ নিয়েছে গুজরাটের প্রাথমিক শিক্ষা দপ্তর বলে নিশ্চিত করেন রাজ্যের একজন সরকারি কর্মকর্তা।

পাবজি খেলা বন্ধ করার জন্য গুজরাটের প্রাথমিক শিক্ষা দপ্তরের আধিকারিকদের প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শিশুরা এই গেমের প্রতি আসক্ত হয়ে পড়ায় পড়াশুনায় তার প্রভাব পড়ছিল। তবে এই বিজ্ঞপ্তিতে পাবজির মোবাইল না পিসি ভার্সন নিষিদ্ধ হয়েছে তা জানা যায়নি।

সম্প্রতি ভারতের জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন সারা দেশে পাবজি খেলা নিষিদ্ধ করার সুপারিশ করেছিল।

এর আগে পরীক্ষায় খারাপ ফল করার জন্য পাবজিকে দোষ দিয়েছিল জম্মু ও কাশ্মীরের এক ছাত্র। সেই সময় রাজ্যপালের কাছে সারা রাজ্যে পাবজি খেলা নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছিল জম্মু ও কাশ্মীর ছাত্র পরিষদ।

ছাত্র পরিষদের দাবি ছিলো, পাবজিতে আসক্ত হয়ে ছাত্ররা দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় খারাপ ফল করছে।

এ সম্পর্কিত আরও খবর