ছত্তিশগড়ে শীর্ষ মাওবাদী নেতাসহ নিহত ২৯

ভারত, আন্তর্জাতিক

ziaulziaa | 2024-04-16 22:21:36

ভারতের নিরপত্তা বাহিনীর যৌথ অভিযানে মঙ্গলবার (১৬ এপ্রিল) ২৯ জন মাওবাদী নিহত হয়েছেন বলে জানিয়েছে এনডিটিভি।

নিহতদের মধ্যে শঙ্কর রাও নামের একজন প্রবীণ নেতাও রয়েছেন, যার মাথায় মূল্য হিসাবে ২৫ লাখ রুপি পুরস্কার ঘোষণা করা হয়েছিল বলে জানা গেছে।

মঙ্গলবার বিকালে ছত্তিশগড়ের কাঙ্কের জেলায় জেলা রিজার্ভ গার্ড ও বর্ডার সিকিউরিটি ফোর্সের এক যৌথ অভিযানে ওই মাওবাদীরা নিহত হন। তাদের কাছ থেকে একে-৪৭ ও ইনসাস রাইফেলসহ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে।

ছত্তিশগড়ের বিনাগুন্ডা গ্রামের কাছে বনে উভয় পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধে নিরাপত্তা বহিনীর তিন সদস্য আহত হয়েছেন।

আহত তিনজনের মধ্যে দুজন বিএসএফের সদস্য। তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে। তিনজনই স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

উল্লেখ্য, গত মাসে এই জেলায় আরেকটি অভিযানে হয়েছিল একজন মাওবাদী এবং একজন পুলিশ নিহত হয়েছিল।

এ সম্পর্কিত আরও খবর