ইরানে সন্ত্রাসী হামলায় তিন নিরাপত্তা কর্মী নিহত

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম | 2024-04-04 16:04:07

ইরানে সন্ত্রাসী হামলায় পুলিশ স্টেশনের ডেপুটিসহ তিন নিরাপত্তা কর্মী নিহত হয়েছে। সিরিয়ায় বিমান হামলায় ইরানের ৭ বিপ্লবী গার্ড নিহত হওয়ার দুই দিন পর এই সন্ত্রাসী হামলা চালানো হয়।

রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরআইবি বৃহস্পতিবার (৪ এপ্রিল) এ খবর জানিয়েছে।

প্রদেশের ডেপুটি গভর্নর আলিরেজা মারহামাতি গণমাধ্যমে বলেছেন, দক্ষিণ-পূর্ব সিস্তান-বেলুচিস্তান প্রদেশের রাস্ক এবং চাবাহার শহরে সামরিক স্থাপনাগুলোতে রাতে বেশ কয়েকটি সন্ত্রাসী হামলায় তিনজন নিরাপত্তা সদস্য শহীদ হয়েছেন।

আইআরআইবি জানিয়েছে, চাবাহার শহরের ১১ নম্বর পুলিশ স্টেশনের একটিতে হামলায় স্টেশনের ডেপুটি আব্বাস মীর শহীদ হয়েছেন। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে।

আরো জানিয়েছে, ইরানের কালো তালিকাভূক্ত সন্ত্রাসী গোষ্ঠী জিহাদি জইশ আল-আদল গ্রুপ হামলার দায় স্বীকার করেছে।

দামেস্কে ইরানের কনস্যুলার অ্যানেক্সে একটি বিমান হামলায় সাতজন বিপ্লবী গার্ড নিহত হওয়ার ৪৮ ঘন্টারও কম সময়ের মধ্যে এই হামলা চালানো হয়। ওই হামলায় নিহতদের মধ্যে দুইজন জেনারেল ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর