ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম | 2024-04-02 17:55:25

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মঙ্গলবার (২ এপ্রিল) বলেছেন, গতকাল সোমবার দামেস্কে ইরানি কনস্যুলেটে একটি মারাত্মক হামলার জবাবে তার দেশ ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেবে।

ওই হামলায় ইরানের বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) অভিজাত ইউনিটের কর্মকর্তা মোহাম্মদ রেজা জাহেদি ও তিন কমান্ডারসহ ১১ জন নিহত হয়েছেন।

ইরানের তাসনিম বার্তা সংস্থা জানিয়েছে রাইসি বলেছেন, ‘এই অন্যায় অপরাধের উত্তর দেওয়া হবে।’

পলিটিকো জানিয়েছে, ইরানের অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত কোনও মন্তব্য করেনি ইসরায়েল।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের মতে, ইসরায়েলের ওই হামলায় বেশ কয়েকজন কূটনীতিকও নিহত হয়েছেন, যদিও রাষ্ট্রদূত হোসেন আকবরী অক্ষত রয়েছেন বলে জানা গেছে।

এদিকে, লেবাননের ইরান-সমর্থিত হিজবুল্লাহ গ্রুপ মঙ্গলবার (২ এপ্রিল) সতর্ক করে বলেছে, সিরিয়ার দামেস্কোতে ইরানের কনস্যুলেট ভবনে হামলা চালিয়ে ইরানের বিপ্লবী গার্ডের (আইআরজিসি) উচ্চ-পর্যায়ের সদস্যদের হত্যার জন্য ‘চরম শাস্তি’ পাবে ইসরায়েল।

গত ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হিজবুল্লাহ তার মিত্র হামাসের সমর্থনে ইসরায়েলের সঙ্গে প্রায় প্রতিদিনই আন্তঃসীমান্তে গুলি বিনিময় করছে।

রয়টার্স জানিয়েছে হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে, ‘অবশ্যই, শত্রুদের শাস্তি না দিয়ে, প্রতিশোধ না নিয়ে এই অপরাধ ক্ষমা করা যাবে না।’

এ সম্পর্কিত আরও খবর