বালাতা শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলা

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-03-31 13:22:35

নাবলুস শহরের পূর্বে বালাতা শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে। এসময় ক্যাম্পের বেশকিছু বাড়িঘর গুঁড়িয়ে দেওয়া হয়।

রোববার(৩১ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, অধিকৃত পশ্চিম তীরে চলমান ইসরায়েলি অভিযানের বিষয়ে আরও জোরদার হয়েছে। এরই ধারাবাহিকতায় হাসপাতাল ও শরণার্থী শিবিরগুলোয় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলিরা।

বার্তাসংস্থা ওয়াফার প্রতিবেদনে বলা হয়, বুলডোজারসহ ইসরায়েলি সৈন্যরা রোববার ভোরবেলা নাবলুস শহরের পূর্বে বালাতা শরণার্থী শিবিরে হামলা চালায়। স্থানীয় সূত্রের বরাত দিয়ে সংস্থাটি বলেছে, সৈন্যরা একটি প্রধান সড়ক বুলডোজ করে এবং বেশ কয়েকটি বাড়ি ভেঙে ফেলে।

সংস্থাটি ‘বিস্তৃত বন্দুকযুদ্ধ’ এবং অভিযানের সময় ছাদে বেশ কয়েকটি স্নাইপার মোতায়েন করার কথা জানিয়েছে।

এ সম্পর্কিত আরও খবর