ইসরায়েলি হামলায় জাতিসংঘের তিন পর্যবেক্ষকসহ আহত ৪

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2024-03-30 18:58:39

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের হামলায় জাতিসংঘের তিন পর্যবেক্ষকসহ ৪ জন আহত হয়েছেন।

লেবাননের দুটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে শনিবার (৩০ মার্চ) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সীমান্ত শহর রমেশে এই হামলার ঘটনা ঘটে। তবে ইসরায়েল বিমান হামলার অভিযোগ অস্বীকার করেছেন।

এদিকে জাতিসংঘের কারিগরি পর্যবেক্ষক মিশন ইউএনটিএসও এই হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি।

লেবাননের একটি নিরাপত্তা সূত্র বলেছে, হামলার শিকার গাড়িতে জাতিসংঘের তিনজন কারিগরি পর্যবেক্ষক ও একজন লেবানিজ অনুবাদক ছিলেন। ইসরায়েলি হামলায় গাড়িতে থাকা বেশ কয়েকজন আহত হয়েছেন বলে অপর একটি সূত্র জানিয়েছে।

আহত কর্মীদের চিকিৎসার জন্য সরিয়ে নেওয়া হয়েছে জানিয়ে এক বিবৃতিতে ইউনিফিল বলেছে, শান্তিরক্ষীদের লক্ষ্যবস্তু করা অগ্রহণযোগ্য।

লেবাননের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাজিব মিকাতি দক্ষিণ লেবাননে জাতিসংঘের কর্মীদের টার্গেট করার নিন্দা জানিয়েছেন।

গত ৭ অক্টোবর হামাস-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলি ভূখণ্ড ও সামরিক চৌকি লক্ষ্য করে প্রত্যক দিনই রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে।

লেবানের সরকারি সূত্র বলেছে, ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় দেশটিতে এখন পর্যন্ত হিজবুল্লাহর অন্তত ২৭০ যোদ্ধা নিহত হয়েছেন। ইসরায়েলের হামলায় লেবাননে আরও ৫০ বেসামরিক নিহত হয়েছেন।

এ সম্পর্কিত আরও খবর