পিটিআই নেতার সঙ্গে বৈঠক করলেন শাহবাজ

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম | 2024-03-14 20:23:49

পাকিস্তানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বুধবার (১৩ মার্চ) দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের এক নেতার সাথে বৈঠক করেছেন।

এই বৈঠককে গত ফেব্রুয়ারির পর এই দুই দৃঢ় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের মধ্যে সমঝোতার প্রথম প্রচেষ্টা হিসেবে চিহ্নিত করেছে বিশ্লেষকরা।

এদিকে, দুই সপ্তাহেরও কম সময় আগে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মুখ্যমন্ত্রী এবং পিটিআই নেতা আলী আমিন গন্ডাপুর শরীফের শপথ অনুষ্ঠানে অংশ নিতে অস্বীকার করেছিলেন। এর পরই সমঝোতার পথে হাঁটেন শাহবাজ।

প্রসঙ্গত, পাকিস্তানের সাধারণ নির্বাচনে নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও পিটিআই প্রার্থীরা ৯৩টি আসন জিততে সক্ষম হয়। পিএমএলএন জয় পায় ৭৫টি আসনে আর সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ৫৪টি আসন নিয়ে তৃতীয় স্থান দখল করে।

পিএমএলএন পিপিপি এবং অন্যান্য ছোট দলগুলোর সঙ্গে জোট বাঁধার পর শাহবাজ গত ৪ মার্চ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।

এদিকে, পাকিস্তানের ফার্স্ট লেডি হতে যাচ্ছেন দেশটির নতুন প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি ও বেনজির ভুট্টোর মেয়ে আসিফা ভুট্টো। শিগগিরই এর আনুষ্ঠানিক ঘোষণা দেবেন প্রেসিডেন্ট। এমনটা হলে তিনিই হবেন পাকিস্তানের প্রথম ফার্স্ট লেডি।

গত সোমবার (১১ মার্চ) ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শিগগিরই সদ্য নির্বাচিত পাকিস্তানের ১৪তম প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি ফার্স্ট লেডি হিসেবে তার মেয়ের নাম ঘোষণা করবেন।

সাধারণত প্রেসিডেন্টের স্ত্রী হন ফার্স্ট লেডি। তবে ২০০৭ সালে জারদারির স্ত্রী বেনজির ভুট্টো আততায়ীর হাতে নিহত হন। এ কারণে মেয়েকে ফার্স্ট লেডি ঘোষণা করতে যাচ্ছেন জারদারি।

দেশটির ইতিহাসে এই প্রথম এমন ঘটনা ঘটতে যাচ্ছে। আনুষ্ঠানিক ঘোষণার পর আসিফা ফার্স্ট লেডির প্রটোকল ও সরকারি সব সুযোগ-সুবিধা পাবেন বলে প্রতিবেদনে জানানো হয়।

এ সম্পর্কিত আরও খবর