বোয়িংয়ের মান নিয়ে প্রশ্ন তোলা জন বার্নেটকে মৃত উদ্ধার

আমেরিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম | 2024-03-12 16:41:55

বিমান উৎপাদনের মান নিয়ে প্রশ্ন তোলা বোয়িং কোম্পানির সাবেক কর্মচারী জন বার্নেটকে মঙ্গলবার (১২ মার্চ) যুক্তরাষ্ট্রে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

চার্লসটন কাউন্টির লাশ পরীক্ষক বিবিসিকে বলেছেন, ৬২ বছর বয়সি জন গত ৯ মার্চ শরীরের অভ্যন্তরে ক্ষত থেকে মারা গেছেন।

উল্লেখ্য, স্বাস্থ্যগত কারণে ২০১৭ সালে অবসর নেওয়ার আগে বার্নেট ৩০ বছরেরও বেশি সময় ধরে বোয়িংয়ের জন্য কাজ করেছেন।

সম্প্রতি তিনি মার্কিন বিমান প্রস্তুতকারক কোম্পানি বোয়িংয়ের বিরুদ্ধে একটি চাঞ্চল্যকর মামলায় সাক্ষ্য দিয়েছিলেন।

২০১৯ সালে জন বিবিসিকে বলেছিলেন যে, ‘চাপের মধ্যে থাকা কর্মীরা ইচ্ছাকৃতভাবে বোয়িং বিমানের উৎপাদন লাইনে সাব-স্ট্যান্ডার্ড যন্ত্রাংশ সংযোজিত করে চলেছেন।’

তিনি দাবি করেন, তিনি বোয়িং বিমানের অক্সিজেন সিস্টেমের সঙ্গে গুরুতর সমস্যাগুলো উন্মোচন করেছেন, যার অর্থ চারটির মধ্যে একটি শ্বাস-প্রশ্বাসের মাস্ক জরুরি অবস্থায় কাজ করবে না।

তিনি বিবিসিকে আরও বলেছিলেন যে, তিনি তার এই উদ্বেগের বিষয়েে বোয়িংয়ের পরিচালকদের সতর্ক করেছিলেন। কিন্তু, তারা কোনও ব্যবস্থা নেয়নি।

গত জানুয়ারিতে আলাস্কা এয়ারলাইন্সের ফ্লাইটের মধ্য-কেবিনের দরজার প্লাগ উড়ে যাওয়ার পর অডিট শুরু হওয়ার কয়েকদিন পর জন বার্নেটের মৃত্যু হলো।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) তাদের অডিট সম্পন্ন করে জানিয়েছে, ‘একাধিক প্রমাণ পাওয়া গেছে, যেখানে কোম্পানিটি উৎপাদন মান নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তাগুলো মেনে চলতে ব্যর্থ হয়েছে।’

এ সম্পর্কিত আরও খবর