ইউএনআরডব্লিউকে ফের আর্থিক সহায়তা দেবে কানাডা

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-03-09 13:21:11

জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী ও ত্রাণ সহায়তা সংস্থা- ইউএনআরডব্লিউকে ফের আর্থিক সহায়তা করার ঘোষণা করেছে কানাডা।

কানাডার আন্তর্জাতিক ত্রাণ সহায়তামন্ত্রী আহমেদ হুসেন শুক্রবার (মার্চ ৮) এ ঘোষণা করেন।

তিনি বলেন, কয়েক মাস ধরে কানাডাসহ মোট ১৬টি দেশ ইউএনআরডব্লিউকে আর্থিক সহায়তা করা বন্ধ রেখেছে। ২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরাইলে হামলার সময় হামাসকে সংস্থার গাড়ি ও অন্যান্য সরঞ্জাম দিয়ে সহযোগিতা করেছিল এর কিছু কর্মচারী। সাক্ষ্য-প্রমাণসহ ইসরাইয়েল এ অভিযোগ দায়ের করে। এর সত্যতা পাওয়ার পর দেশগুলি ইউএনআরডব্লিউকে আর্থিক সহায়তা বন্ধ করে দেয়।

আহমেদ হুসেন বলেন, ইসরায়েলের এ অভিযোগকে গুরুত্বের সঙ্গে নিয়েছে কানাডা। তারপরও গাজাবাসীর দুর্ভোগ লাগবে কানাডা ফের আর্থিক সহায়তা অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে।

এ বিষয়ে দ্য নিউ আরব শনিবার (৯ মার্চ) একটি প্রতিবেদন প্রকাশ করে জানিয়েছে, বুধবার কানাডা এ সিদ্ধান্ত গ্রহণ করলেও শুক্রবার তা ঘোষণা করে। কিন্তু কেন শুক্রবার এ ঘোষণা করা হলো, সে বিষয়ে এখনো কিছু পরিষ্কার করে বলা হয়নি।

ইউএনআরডব্লিউয়ের ১৩ হাজার কর্মী গাজায় খাবার, পানি, আশ্রয় ও ত্রাণ দিয়ে সহায়তা করে থাকে।

এদিকে, ইসরায়েলের অভিযোগের পর জাতিসংঘের দুটি তদন্ত কমিটি আরো তদন্তের কাজ চালিয়ে যাচ্ছে। ইউএনআরডব্লিউয়ের কাজ তদারকি করার জন্য ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিশেষজ্ঞদের নিয়োগে রাজি হওয়ার পর সংস্থাটিকে ৫০ মিলিয়ন ইউরো (৫৪ বিলিয়ন মার্কিন ডলার) আর্থিক সহয়তা করতে রাজি হয়েছে ইইউ।

 

এ সম্পর্কিত আরও খবর