নাইজেরিয়ার স্কুল থেকে শিক্ষক-শিক্ষার্থীসহ ২৮০ জনকে অপহরণ

আফ্রিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম | 2024-03-08 22:25:47

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর কুরিগার দুটি স্কুল থেকে ২৮০ জনের বেশি শিক্ষক-শিক্ষার্থীকে অপহরণ করেছে বন্দুকধারীরা।

স্থানীয় কর্মকর্তাদের বরাতে খবরটি নিশ্চিত করেছে আল জাজিরা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে স্কুল প্রাঙ্গণে অ্যাসেম্বলি চলার সময় মোটরসাইকেলে করে কয়েকজন বন্দুকধারী সেখানে ঢুকে পড়ে ওই অপহরণের ঘটনা ঘটায়।

অপহৃত শিক্ষার্থীদের বয়স ৮ থেকে ১৫ বছরের মধ্যে বলে জানা গেছে।

নাইজেরিয়ায় অপহরণকারী চক্রগুলো সাম্প্রতিক বছরগুলোয় কয়েক শ’ মানুষকে অপহরণ করেছে। তবে গত বছর থেকে শিশুদের গণহারে অপহরণের ঘটনা কমতে শুরু করেছিল।

কাদুনা রাজ্যের গভর্নর উবা সানি কুরিগায় স্কুলে অপহরণের খবর নিশ্চিত করে বলেন, একটি সরকারি মাধ্যমিক স্কুল থেকে ১৮৭ জন ও প্রাথমিক স্কুল থেকে ১২৫ জনকে অপহরণ করা হয়েছিল। পরে ২৫ জন পালিয়ে আসতে সক্ষম হন।

গভর্নর উবা সানি বলেছেন, অপহৃত শিক্ষার্থীদের খুঁজে পেতে নাইজেরিয়ার সশস্ত্র বাহিনীর অভিযান শুরু হয়েছে।

সশস্ত্র গোষ্ঠী বোকো হারামের সদস্যরা তাদের অপহরণ করেছে বলে ধারণা করা হচ্ছে।

এ সম্পর্কিত আরও খবর