সংসদ সদস্য পদ থেকে সরে দাঁড়াচ্ছেন থেরেসা মে

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম | 2024-03-08 17:13:56

যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী থেরেসা মে শুক্রবার (৮ মার্চ) ঘোষণা করেছেন যে, তিনি এই বছরের শেষের দিকে অনুষ্ঠিতব্য পরবর্তী সাধারণ নির্বাচনে সংসদ সদস্য পদ থেকে সরে দাঁড়াবেন।

রয়টার্স জানিয়েছে, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের কনজারভেটিভ পার্টির সবচেয়ে প্রবীণ সদস্য ৬৭ বছর বয়সি মে ঘোষণা করেছেন যে, তিনি পুনরায় নির্বাচন করবেন না।

মে ১৯৯৭ সাল থেকে দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডের মেডেনহেড নির্বাচনী এলাকার প্রতিনিধিত্ব করেছেন এবং ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

স্থানীয় মেডেনহেড অ্যাডভারটাইজার পত্রিকাকে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ‘গত ২৭ বছর ধরে সংসদ সদস্য হিসেবে মেডেনহেড নির্বাচনী এলাকার প্রত্যেকের সেবা করা একটি সম্মানের এবং বিশেষত্বের বিষয়।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর পর থেকে আমি আবারও ব্যাকবেঞ্চার হয়ে উপভোগ করেছি এবং আমার নির্বাচনী ও চ্যাম্পিয়নদের জন্য কাজ করার জন্য আরও বেশি সময় পেয়েছিলাম, যা আমার হৃদয়ের মাঝে রয়েছে।’

ভবিষ্যত পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, ‘সাম্প্রতিককালে আধুনিক দাসত্ব ও মানব পাচার সংক্রান্ত একটি গ্লোবাল কমিশন চালু করতে চাই। এই কারণে, অনেক সতর্ক চিন্তাভাবনা এবং বিবেচনার পরে আমি বুঝতে পেরেছি যে, আমি আর একজন সাংসদ হিসাবে আমার কাজ করতে পারবো না।’

মে তৎকালীন নেতা ডেভিড ক্যামেরনের অধীনে ২০১০ থেকে ২০১৬ সাল পর্যন্ত ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন।

কিন্তু ২০১৬ সালের ২৩ জুন ব্রিটেন ইইউ ত্যাগ করার পক্ষে ভোট দেওয়ার পর তিনি অবিলম্বে পদত্যাগ করেন এবং এক মাসেরও কম সময়ের মধ্যে মে প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

এ সম্পর্কিত আরও খবর