রমজানে আল-আকসায় নামাজ পড়ার অনুমতি পাবেন ফিলিস্তিনিরা 

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-03-07 13:38:21

প্রতি বছরের মতোই এবারের রমজান মাসের প্রথম সপ্তাহে ফিলিস্তিনি মুসল্লীদের আল-আকসায় নামাজ পড়ার অনুমতি দেবে ইসরায়েল। তবে পশ্চিম তীরের ফিলিস্তিনিদের জেরুজালেমে ঢোকার অনুমতি দেওয়া হবে না। 

ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মঙ্গলবার (৬ মার্চ) এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, রমজানের প্রথম সপ্তাহে প্রতি সপ্তাহে নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করে সে অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, রমজান মাসে প্রতিবছর হাজার হাজার মুসল্লী আল-আকসায় নামাজ আদায় করে থাকেন। কিন্তু এবারে যুদ্ধের কারণে ইসরায়েলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তাবিষয়ক মন্ত্রী ইতামার বেন জিভির সম্প্রতি বলেছেন, আমরা ঝুঁকি নিতে পারি না। পশ্চিম তীরের ফিলিস্তিনিদের জেরুজালেমে ঢোকার অনুমতি দেওয়া হবে না।

এর কয়েকদিনের মধ্যেই যুক্তরাষ্ট্র ফিলিস্তিন মুসল্লীদের আল-আকসায় নামাজ আদায়ের অনুমতি দিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানায়। এ প্রেক্ষিতে মঙ্গলবার সব নিরাপত্তা সংস্থার সঙ্গে বৈঠক করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

বৈঠক শেষে এক বিবৃতিতে বলা হয়, রমজান মুসলমানদের কাছে পবিত্র। প্রতি বছরের মতো চলতি বছরও এর পবিত্রতা বজায় রাখা হবে।



এ সম্পর্কিত আরও খবর