পুতিন সংগঠিত অপরাধী চক্রের নেতা : নাভালনায়া

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম | 2024-02-28 21:38:06

রাশিয়ার প্রয়াত বিরোধী নেতা আলেক্সি নাভালনির স্ত্রী নাভালনায়া বুধবার (২৮ ফেব্রুয়ারি) বলেছেন, শুক্রবার মস্কোতে অনুষ্ঠিত হতে যাওয়া তার স্বামীর অন্ত্যেষ্টিক্রিয়ায় তিনি ব্যাঘাত ও গ্রেপ্তারের আশঙ্কা করছেন।

ইউরোপীয় পার্লামেন্টে ভাষণ দেওয়ার সময় নাভালনায়া রাশিয়ান নেতা ভ্লাদিমির পুতিনকে তার স্বামীর মৃত্যুর জন্য দায়ী করেন।

মস্কোর একটি গির্জায় শুক্রবার (১ মার্চ) শেষকৃত্য অনুষ্ঠিত হওয়ার ঘোষণার পরপরই নাভালনায়া আইন প্রণেতাদের বলেন, ‘এটি শান্তিপূর্ণ হবে কিনা জানি না। যারা আমার স্বামীকে বিদায় জানাতে আসবে পুলিশ তাদের গ্রেপ্তার করবে কিনা সে বিষয়ে আমি এখনও নিশ্চিত নই।

নাভালনায়া বলেন, ‘পুতিন একটি সংগঠিত অপরাধী চক্রের নেতা।’

এদিকে রাশিয়ান কর্তৃপক্ষ বলেছে, নাভালনি আর্কটিক কারাগারে হাঁটার পরে জ্ঞান হারিয়ে প্রাকৃতিক কারণে মারা গেছেন। যদিও তার পরিবার এই দাবি প্রত্যাখ্যান করেছে।

নাভালনায়া আইনপ্রণেতাদের বলেন, ‘আলেক্সিকে তিন বছর ধরে নির্যাতন করা হয়েছে। তিনি একটি পাথরের ক্ষুদ্র ঘরে ক্ষুধার্ত ছিলেন এবং বাইরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন। তারপরে তারা তাকে হত্যা করে।’

নাভালনির মৃতদেহ আট দিন ধরে আটকে রাখা হয়েছিল, যেটিকে তার দল তার মৃত্যুর জন্য দায়ীকে ধামাচাপা দিতে এবং জনসমক্ষে শেষকৃত্য ঠেকাতে করা হয়েছে বলে মনে করে।

নাভালনায়া বলেন, ‘আলেক্সির প্রতি তিনি যা করেছেন, তার সব কিছুর জবাব দিতে হবে পুতিনকে।’

রাশিয়ান কর্তৃপক্ষ নাভালনির স্মরণে জনসমাবেশে কঠোর হস্তক্ষেপ করেছে এবং স্মৃতিসৌধে ফুল দেওয়ার জন্য শত শতকে আটক করেছে।

এ সম্পর্কিত আরও খবর