ইসরায়েলের নতুন বসতি আন্তর্জাতিক আইনের সঙ্গে অসঙ্গতিপূর্ণ : যুক্তরাষ্ট্র

আমেরিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম | 2024-02-24 18:49:36

যুক্তরাষ্ট্র বলেছে, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে নতুন ইসরায়েলি বসতি অবৈধ এবং কার্যকরভাবে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের একটি নীতির বিপরীত।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, ‘ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ অধিকৃত পশ্চিম তীরে ৩,৩০০টিরও বেশি নতুন ইসরায়েলি বসতি নির্মাণের যে ঘোষণা দিয়েছেন, তা হতাশাজনক।’

আর্জেন্টিনার বুয়েনস আইরেসে শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে ব্লিঙ্কেন বলেন, ‘এটি ডেমোক্র্যাটিক এবং রিপাবলিকান উভয় প্রশাসনের একটি দীর্ঘস্থায়ী নীতি ছিল যে, নতুন বসতি স্থায়ী শান্তি অর্জনের জন্য বিপরীতমুখী পদক্ষেপ। এটি আন্তর্জাতিক আইনের সঙ্গেও অসঙ্গতিপূর্ণ।’

তিনি আরও বলেন, ‘আমাদের প্রশাসন বসতি সম্প্রসারণের দৃঢ় বিরোধিতা করে। আমাদের বিচারে এটি ইসরায়েলের নিরাপত্তাকে শক্তিশালী করে না, বরং আরও বেশি দুর্বল করে।’

এদিকে, বৈশ্বিক সম্প্রদায়ের অধিকাংশই এই বসতিগুলোকে অবৈধ এবং ইসরায়েলি দখলদারিত্বের সম্প্রসারণ হিসেবে দেখছে।

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তার মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের বলেছেন, ‘ব্লিঙ্কেনের অবস্থান বিভিন্ন রিপাবলিকান এবং ডেমোক্র্যাটিক প্রশাসনের ক্ষেত্রে সামঞ্জস্যপূর্ণ।’

অধিকৃত পশ্চিম তীরে হাজার হাজার নতুন বসতি স্থাপনকারী বাড়ি নির্মাণের সর্বশেষ ইসরায়েলি পরিকল্পনার নিন্দা করেছে জার্মানি।

বার্লিনে একটি সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-মুখপাত্র ক্যাথরিন ডেসচওয়ার বলেছেন, ‘আপনি জনবসতি নির্মাণের ক্ষেত্রে আমাদের অবস্থান জানেন। এটি আন্তর্জাতিক আইনের পরিপন্থী।’

এ সম্পর্কিত আরও খবর